গোদাবরী: একেই কি বলে জামাই আদর! সংক্রান্তি উপলক্ষ্যে হবু জামাইয়ের জন্য ৩৬৫ রকম পদের পসরা সাজালেন এক দম্পতি! ঘরে ঢুকতেই এত খাবারের আয়োজন দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ জামাইয়ের।
অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ঘটনা। সংক্রান্তিতে জামাইকে পেট পুরে খাওয়ানোই রীতি। আর সেই রীতি মেনে হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী। সেইমতো করা হয়েছিল আয়োজন। তবে এক-দুটো নয়, হবু জামাইয়ের জন্যে ৩৬৫ খানা পদের আয়োজন করেছিলেন ওই দম্পতি। আর তা দেখে খাবার টেবিলে বসে মাথায় হাত পড়ে যায় হবু জামাই সাইকৃষ্ণের। খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, প্রায় ১০০ রকমের মিষ্টি, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল। জামাইয়ের বছরের প্রতিটি দিন যাতে ভালো যায়, সেই মঙ্গলকামনায় এই উদ্যোগ বলে জানিয়েছেন হবু শাশুড়ি মাধবী।