গয়েরকাটা: দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল করল বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের আংরাভাসা বংশীবদন হাইস্কুলের ছাত্রী সোমা নমদাস। সোমার প্রাপ্ত নম্বর ৪৬১। শতাংশের বিচারে ৯২.২। সে বাংলায় ৯০, ইংরেজিতে ৮৬, ভূগোলে ৯৪, শারীরশিক্ষায় ৯৫ ও সংস্কৃতে ৯৬ পেয়েছে।
সোমার বাবা শ্যামল নমদাস আগে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। বর্তমানে সে স্থানীয় জায়গায় রাজমিস্ত্রির কাজ করে তিন সন্তানের পড়াশোনা চালানো সহ সংসার টানছেন। সংসারে রয়েছে অনটন। তা সত্ত্বেও সোমার ভালো ফলাফলে খুশি তার পরিবার সহ এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তবে খুশির মাঝেও আর্থিক সমস্যার কারণে আগামী দিনের পড়াশোনা নিয়ে চিন্তাও রয়েছে তাদের।
সোমার মা প্রার্থনা মজুমদার নমদাস বলেন, ‘বাড়িতে উপার্জনশীল ব্যক্তি বলতে সোমার বাবাই। আমার বড় মেয়ে কলেজে পড়ে। সোমার পর ও একটি ছেলে রয়েছে। তিন ছেলে মেয়ের পড়াশোনা খরচ জোগাড় করার পাশাপাশি সংসারের খরচ যোগাতে হিমশিম খেতে হয় ওর বাবাকে। সোমার ভালো ফলাফল করার আমরা খুবই আনন্দিত হয়েছি। কিন্তু আগামীতে ওর পড়াশোনার খরচ কীভাবে জুটবে তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে।‘ সোমা জানায়, আগামীতে আমি ভূগোল নিয়ে পড়াশোনা করে সরকারি চাকরি প্রস্তুতি নিতে চাই। পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার জন্য তার সব শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে সে।