উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘যদি বল আড়ি, তোমাকেও ছেড়ে যেতে পারি’, চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গানের লাইনটির মতোই বিচ্ছেদের সুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জীবনেও। সম্প্রতি তাঁর স্ত্রী মধুজা জানিয়েছেন অনিন্দ্য-র সঙ্গে তাঁর হবু বিচ্ছেদের কথা। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই সম্ভবত আইনি পথেই তাঁরা ইতি টানতে চলেছেন নিজেদের ১৯ বছরের দাম্পত্য জীবনে।
একাধারে পরিচালক-গায়ক-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের স্ত্রী মধুজা একজন লেখিকা। ২০১৯ সালেই তিনি কলকাতা থেকে পাততারি গুটিয়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বইয়ের উদ্দেশ্যে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন একমাত্র সন্তান জুজু-কে। তবে তারপরেও অনিন্দ্য ও মধুজাকে তাঁদের সন্তানের সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে। তবে এবার পাকাপাকিভাবেই বিচ্ছেদের পথে হাটতে চলেছেন এই দম্পতি। এই প্রসঙ্গে মধুজা লেখেন,‘অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে বন্ধুত্বের হয়তো না। আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা।’ তবে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি অনিন্দ্য।