শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Canada | ট্রুডোর পর কার্নের মন্ত্রীসভাতেও অনিতা, কমল

শেষ আপডেট:

অটোয়া: কানাডার (Canada) প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রীসভাতেও ছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ (Anita Anand) ও কমল খেরা (Kamal Khera)। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নের মন্ত্রীসভাতেও তাঁরা যুক্ত হয়েছেন।

৩৬ বছরের কমল খেরা কানাডায় সবচেয়ে কমবয়সি মন্ত্রী। তিনি এবার স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। এর আগে অভ্যন্তরীণ উন্নয়নমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক ও রাজস্বমন্ত্রকের সংসদীয় সচিব ছিলেন। এটা প্রতিমন্ত্রী পর্যায়ের। এবার স্বাধীনভাবে সামলাবেন স্বাস্থ্যমন্ত্রক। কমলের জন্ম দিল্লিতে। ২০১৫ সালে ব্রাম্পটন থেকে প্রথম এমপি হন। রাজনীতিতে আসার আগে থেকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। টরন্টোর সেন্ট জোসেফ হাসপাতালে ক্যানসার বিভাগে নার্সের কাজ করতেন কমল। কোভিডের সময়ও ওই কাজে লিপ্ত ছিলেন। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতক কমল সম্পর্কে প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে তাঁকে রেজিস্টার্ড নার্স হিসেবে উল্লেখ করার পাশাপাশি বলা হয়েছে, তিনি একজন কমিউনিটি স্বেচ্ছাসেবক, রাজনৈতিক কর্মী। মানুষের জীবন উন্নত করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। অনিতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নার্স হিসেবে আমার অগ্রাধিকার ছিল রোগীদের সহায়তা দেওয়া। এখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রতিদিন একই মানসিকতা নিয়ে আসব।’

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা অনিতা আনন্দের জন্ম কানাডার নোভাস্কোশিয়ায়। একসময়ে পেশায় আইনজীবী ছিলেন অনিতা। টরন্টো বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক হয়েছেন। প্রথম এমপি হন ২০১৯-এ। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও সামলেছেন। তিনি মার্কের মন্ত্রিসভায় বিজ্ঞান ও আর্থিক উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে। অনিতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি সম্মানিত। নেতিবাচকতা দিয়ে কিছু হয় না। নেতিবাচকতা বাণিজ্যযুদ্ধে জয়ী হবে না। আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী। অবিলম্বে আগামীকালের কানাডার অর্থনীতি গড়ে তোলার কাজ শুরু করব।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Pakistan | ‘আমরা হিন্দুদের থেকে আলাদা’, পাকিস্তান গঠনের ইতিহাস মনে করালেন সেনাপ্রধান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তান গঠনের ইতিহাস মনে করাতে...

Ukraine-Russia war | যুদ্ধে রাশিয়াকে মদত, ধৃত দুই চিনা সেনাকে প্রকাশ্যে আনল জেলেনস্কি সরকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে...

JD Vance | ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট! মোদির সঙ্গে করবেন বৈঠক, যাবেন আগ্রা-জয়পুরেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহে ভারত সফরে (India...

US-China Tariff War | আরও চরমে শুল্কযুদ্ধ! এবার চিনা পণ্যের উপর ২৪৫ শতাংশ কর চাপাল আমেরিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চরমে আমেরিকা ও চিনের শুল্কযুদ্ধ...