আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের দ্বীপচর এলাকার মাত্র ১৪ বছর বয়সি কিশোর অঙ্কিত দেবনাথ তার শিল্প প্রতিভা দেখিয়ে সকলের মন জয় করেছে। আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের সপ্তম শ্রেণির এই ছাত্র মাত্র আট বছর বয়স থেকে মাটির প্রতিমা তৈরি করে আসছে। দুর্গা, লক্ষ্মী থেকে শুরু করে নানা দেবদেবীর প্রতিমা বানানোর অভিজ্ঞতা রয়েছে তার। এবার কালীপুজো উপলক্ষ্যে প্রায় পঁাচ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি করেছে সে।
লক্ষ্মীপুজোর পর থেকেই অঙ্কিত প্রতিমা তৈরির কাজে লেগে পড়ে। প্রতিমার মাটি সে সংগ্রহ করেছে পাশের নোনাই নদী থেকে। কাঠামো তৈরি থেকে শুরু করে মাটি লাগানো ও আকার দেওয়ার কাজ সে নিজের হাতে শেষ করেছে। প্রতিমায় রং করাও শেষ। ফিনিশিং টাচ চলছে এখন। বন্ধুরা মাঝে মাঝে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ঠাকুরের গয়না ও সাজসজ্জার উপকরণও সে সংগ্রহ করেছে নোনাই পালপাড়া কুমোরটুলি থেকে। অঙ্কিতের পরিবার, বন্ধুবান্ধব এবং পাড়ার সকলে তাকে এই কাজে উৎসাহ দিচ্ছে। অঙ্কিতের বাবা অনুকূল দেবনাথ পেশায় সবজি বিক্রেতা, তিনিও ছেলের শিল্প প্রতিভা দেখে গর্বিত। পরিবার জানায়, অঙ্কিতের তৈরি এই প্রতিমাটি পাড়ার দ্বীপচর মাঠে পূজিত হবে। তার এই কাজে পাড়ার মানুষদের উন্মাদনা তুঙ্গে।
অঙ্কিতের ভালোলাগার মধ্যে শুধু মাটির প্রতিমা তৈরিই নয়। রান্নাতেও পারদর্শী সে। বিশেষ করে চাইনিজ খাবার রান্না করতে তার খুব ভালো লাগে। পড়াশোনার ফাঁকে ঠাকুর তৈরি এবং রান্না, সবকিছুতেই মনোনিবেশ করে ও। এই বয়সে তার প্রতিভা এলাকার মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দ্বীপচর এলাকার অঙ্কিত যেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যে তার নিজের প্রচেষ্টায় এবং পরিবারের উৎসাহে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে।