উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার বিকেলে ঝাড়খণ্ডের চাইবাসায় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন ২ জন নিরাপত্তাকর্মী। সুত্রের খবর, আহত ২ নিরাপত্তাকর্মীকে চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে রাঁচীতে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার বিকেলে পশ্চিম সিংভুম জেলার মারাংপোঙ্গার বনাঞ্চলে স্পেশ্যাল রিজার্ভ পুলিশ ফোর্সের(CRPF) জোয়ানেরা টহলদারী করার সময় এই বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে সিআরপিএফের সাব-ইনস্পেক্টরও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে পশ্চিম সিংভুম জেলায় দুবার আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটল।