Friday, September 20, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গCM Mamata Banerjee | প্রতিবাদ মোকাবিলায় কেন্দ্র-বিরোধিতারই কৌশল মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee | প্রতিবাদ মোকাবিলায় কেন্দ্র-বিরোধিতারই কৌশল মুখ্যমন্ত্রীর

 স্বরূপ বিশ্বাস, কলকাতা: পরিস্থিতি মোকাবিলায় দলকে কেন্দ্র-বিরোধিতার সুরেই বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আরজি কর কাণ্ডে পরিস্থিতি লাগাতার জটিল হওয়ার আশঙ্কায় এই কৌশলই নিলেন তিনি। কার্যত মুষড়ে পড়া দলীয় নেতা-কর্মীদের কিছুটা চাঙ্গা করতেই মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ-বিরোধী কড়া বিল পাশের পদক্ষেপ তাঁর। এই ধরনের কড়া আইন কেন্দ্রের হাতে না থাকাটাই যে চরম ব্যর্থতা, সেই প্রচারকেই হাতিয়ার করে এবার ‘ড্যামেজ কন্ট্রোলে’ এগোতে চান তিনি। কেন্দ্র-বিরোধিতার পাশাপাশি এব্যাপারে ব্যর্থতার জন্য মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, আরজি কর কাণ্ডের মোকাবিলায় সরকার ও দলের ‘চরম অস্বস্তি’ কাটাতে এই প্রচারকেই সামনে আনতে চান তিনি। মঙ্গলবার থেকে প্রচার প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে দলে। দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে একান্তে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর।

কেন্দ্র-বিরোধিতার সুর তুলে সম্প্রতি লোকসভা ভোটে রাজ্যে ভালোরকম ‘ডিভিডেন্ড’ পেয়েছে দল। কেন্দ্র-বিরোধিতার সুরকে কাজে লাগাতে পারলে আগামী দিনেও তা মিলবে বলে নিশ্চিত দলনেত্রী ও অভিষেক। রাজনৈতিক মহলের ধারণা, আরজি কর ইস্যু মোকাবিলাতেও সেই কেন্দ্র-বিরোধিতাকেই অস্ত্র করছে তৃণমূল। ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে কেন্দ্রের সদর্থক আইন ও পদক্ষেপ কোথায়, এই প্রশ্নই এখন জনমানসে প্রতিষ্ঠা করার প্রয়াস শুরু করেছে দল। এর পালটা রাজ্যের শাসক দল ‘অপরাজিতা’ বিল আনাতেই পরিষ্কার দুই সরকারের ফারাক, এই কথাটাই এখন মানুষের মনে ঢুকিয়ে দিতে চান তৃণমূল নেতারা।

অভিষেক অবশ্য ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে কেন্দ্র-বিরোধিতার সুর তোলার প্রাথমিক কাজটা করে ফেলেছেন। ধর্ষণ-বিরোধী কঠোর আইনে ফাঁসির দাবি তুলে কেন্দ্রকে পদক্ষেপ করতে বলেছেন। এমনকি কেন্দ্র এই ব্যাপারে পদক্ষেপ না করলে তাঁরা দিল্লি গিয়ে আন্দোলন করবেন, সেই হঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। এদিন থেকে তৃণমূলও প্রচারে এই ঝাঁঝই তুলবে বলে প্রস্তুতি দলের সর্বস্তরে। এক্ষেত্রেও ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিও মুখ্যমন্ত্রীর সুরেই দল তুলবে বলে দলীয় সূত্রের খবর।

রাজনৈতিক মহলের অবশ্য ধারণা, আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে সর্বস্তরের মানুষের সঙ্গে জুনিয়ার ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলন যেভাবে দিন দিন জোরালো হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলগুলির এই ঘটনার প্রতিবাদ আন্দোলন যেভাবে শুরু হয়েছে, তাতে এই কেন্দ্র-বিরোধিতার কৌশল কতটা কাজে দেবে তা আগামী দিনেই বোঝা যাবে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Nabanna | প্যানিক বাটন থেকে হেল্পলাইন, ডাক্তারদের নিরাপত্তায় দশ দফা নির্দেশিকা নবান্নের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৪১ দিন পার হয়ে গিয়েছে আন্দোলনের। অবশেষে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ...

Munsyari | বরফে ঢাকা গুহায় আটকে ছিলেন তিনদিন,ভারত-চিন সীমান্ত থেকে জীবিত অবস্থায় উদ্ধার ভারতীয়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটি নির্দিষ্ট সময়কাল নিয়েই বোধহয় সবাই আসে এই ধরাধামে। ছেড়ে যাওয়ার সময় এলে যেমন আটকানোর উপায় নেই, আবার সময়ের আগে...

Darjeeling | নিরাপত্তা সুনিশ্চিত করতে দার্জিলিং হাসপাতালে ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু করল জিটিএ

0
দার্জিলিং: জেলা হাসপাতালে রাতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরুষ কর্মীদের ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। মদ্যপ অবস্থায় হাসপাতালের কোনও কর্মী...

Junior Doctors | স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠছে অবস্থান, ইমার্জেন্সিতেও কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত জুনিয়ার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা ৪১ দিন পর নমনীয় হলেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। আগামীকাল স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠে যাচ্ছে অবস্থান বিক্ষোভ। এমনকি স্বাস্থ্যভবনের সামনে...

Siliguri | বুদ্ধদেব-ইয়েচুরির স্মরণসভা করল সিপিএম, গুরুত্ব পেল আরজি কর প্রসঙ্গ

0
সানি সরকার, শিলিগুড়ি: কারও হাতে রজনীগন্ধা, কারও হাতে লাল গোলাপ। একে একে সকলে এগিয়ে চলেছেন, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এবং...

Most Popular