Sunday, October 6, 2024
HomeTop NewsAnubrata Mondal | কঙ্কালীতলায় পুজো দিয়ে হাপুস নয়নে কাঁদলেন কেষ্ট, চাইলেন আশীর্বাদ

Anubrata Mondal | কঙ্কালীতলায় পুজো দিয়ে হাপুস নয়নে কাঁদলেন কেষ্ট, চাইলেন আশীর্বাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্কালীতলায় (Kankalitala) পুজো দিতে গিয়ে হাপুস নয়নে কাঁদলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে শক্তিপীঠে যান তিনি। প্রার্থনা করার সময় কেঁদে ভাসালেন কেষ্ট। পুজো দিয়ে বেরিয়ে অনুব্রত জানান, কঙ্কালীতলায় বেশ কিছু কাজ বাকি আছে। দুর্গাপুজোর পরে সেই সব কাজ শুরু হবে। তিনি আরও জানান, কঙ্কালীতলায় মায়ের কাছে মেয়ে সুকন্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছেন।

এদিন অনুব্রত বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সতীপীঠকে সাজিয়েছেন। তিনি কঙ্কালীতলাকে ঢেলে সাজিয়েছেন। এমন কোনও পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য করেননি। তিনি বক্রেশ্বরেও টাকা দিয়েছেন, পাথরচাপড়িতে টাকা দিয়েছেন। কঙ্কালীতলায় কিছু কাজ বাকি আছে, সেটা করে দেব।’ অনুব্রতর কথায়, ‘মায়ের কাছে আসার জন্য ছটফট করছিলাম। আমার বাড়ির কাছে মন্দির। আসব না? আমি বীরভূম জেলার সমস্ত মন্দিরেই যাব। আমার মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলাম।’

২০২২ সালের ১১ অগাস্ট গোরুপাচার মামলায় (Cow Smuggling Case) বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তাঁকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড়েই বন্দি ছিলেন কেষ্ট। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেপ্তার করে। সম্প্রতি সিবিআই এবং ইডি, দুই মামলাতেই জামিন মঞ্জুর হয় এই দাপুটে তৃণমূল নেতার (Birbhum TMC)। জামিন পেয়ে দিল্লির তিহাড় জেল থেকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন অনুব্রত। অনুব্রত জানান, তিনি শারীরিকভাবে ভালো নেই। বিশেষ করে পায়ের একটি সমস্যায় ভুগছেন। কয়েকদিনের মধ্যে কলকাতায় যাবেন চিকিৎসা করাতে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malay Ghatak | অসমে তৃণমূলের সেনাপতি মলয়! শীঘ্রই কার্যকর হবে নিয়োগ

0
আসানসোলঃ দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মন্ত্রী মলয় ঘটককে প্রতিবেশী রাজ্য অসমের তৃণমূল...

তৃণমূল যুবনেতার বস্ত্রদান

0
শামুকতলা: আলিপুরদুয়ার ২ ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের প্রায় ৩৫০ জন দরিদ্র মানুষের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিলেন তৃণমূল যুব নেতা...

Durga Puja Market | মিলেছে বোনাস, শেষ রবিবারে চা বলয়ে জমজমাট পুজোর বাজার

0
নাগরাকাটাঃ গত শনিবারই শেষ হয়েছে সব বাগানের বোনাস পর্ব। তাই পুজোর আগের শেষ রবিবারের দিকেই তাকিয়ে ছিলেন ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে বানারহাট পর্যন্ত বিস্তীর্ণ তল্লাটের...

Mohamed Muizzu | ভারতে এলেন মুইজ্জু, চার দিনের সফরে তিক্ততা দূর করাই লক্ষ্য?

0
কলকাতা: ভারত সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। চার দিনের সফরে রবিবার বিকেলে তিনি দিল্লি পৌঁছেছেন। মুইজ্জুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাজিদা মহম্মদ। ১০ অক্টোবর...

Russia | আর ‘সন্ত্রাসবাদী’ নয় তালিবান, ২ দশক পর দেওয়া তকমা তুলে নিতে চলেছে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তালিবানকে(Taliban) সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া(Russia)। শুক্রবার রাশিয়ার বিদেশ মন্ত্রক এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে...

Most Popular