Anushka Sharma | টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাটের, স্বামীর উদ্দেশে হৃদয়স্পর্শী বার্তা অনুষ্কার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর (Test-Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার একথা জানিয়েছেন বিরাট নিজেই। আর স্বামী অবসর ঘোষণা করতেই সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী বার্তা দিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

একসময় খেলার মাঠে খারাপ পারফরম্যান্সের জন্য বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিরাটকে। অনেকেই কটাক্ষ করে অবসরের কথাও বলেছিলেন বিরাটকে। পুরোনো সেসব কথাকেই তুলে ধরে এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা। তাতে দেখা যাচ্ছে, ক্রিকেট মাঠে টেস্টের জার্সিতে বিরাট। আর পাশেই রয়েছে স্ত্রী অনুষ্কাও। সঙ্গে বিরাট-পত্নী লিখেছেন, ‘ওঁরা রেকর্ড এবং মাইলফলক সম্পর্কে কথা বলবে। কিন্তু আমি সেই চোখের জল মনে রাখব, যা তুমি কখনও দেখাওনি। সেই যুদ্ধগুলি, যা কেউ দেখেনি। মনে রাখব খেলার এই ফর্ম্যাটে তুমি যে অটল ভালোবাসা দিয়েছ। আমি জানি এই সবকিছুর জন্য তোমাকে ত্যাগ করতে হয়েছে। প্রতিটি টেস্ট সিরিজের পরে তুমি আরও একটু পরিণত, একটু নম্র হয়ে ফিরে এসেছ। এই সবকিছুর মধ্য দিয়ে তোমাকে বিকশিত হতে দেখা একটি সৌভাগ্য।’

এরপরই অনুষ্কা লেখেন, ‘কোনওভাবে, আমার সবসময় মনে হত যে তুমি সাদা জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময় তোমার হৃদয়ের কথা শুনেছ। আমি কেবল এটাই বলতে চাই, তুমি এই বিদায়ের প্রতিটি অংশ নিজে অর্জন করেছ।’

প্রসঙ্গত, সম্প্রতি টেস্টকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তার কয়েকদিনের মধ্যে অবসর ঘোষণা করলেন বিরাটও। অল্প সময়ের ব্যবধানে টেস্ট থেকে বিরাট ও রোহিতের বিদায় ভারতীয় ক্রিকেটে জোড়া ধাক্কা। আর এতে স্বাভাবিকভাবেই হতাশ ক্রিকেটপ্রেমীরা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Puja Banerjee | অপহরণ করে আটকে টাকা আদায়! পূজা-কুণালের বিরুদ্ধে বড় অভিযোগ প্রযোজকের স্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja...

Hina Khan | সদ্য বিয়ে সেরেছেন, এবার আচমকাই রিসেপশন বাতিল করলেন হিনা! কেন এই সিদ্ধান্ত অভিনেত্রীর?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ৪ জুন দীর্ঘদিনের প্রেমিক...

Ahmedabad Plane Crash | ‘হে ভগবান…’, আহমেদাবাদের ঘটনায় শোকপ্রকাশ অমিতাভের, কী লিখলেন বিগ-বি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) ঘটনার...

Sunjay Kapur | পোলো খেলতে গিয়ে মৃত্যু করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর, ৫৩-তেই থামল সঞ্জয়ের যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন...