শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে বৃহত্তম সঙ্গীতানুষ্ঠানের সূচনা হল সোমবার। দীনবন্ধু মঞ্চে ‘অনুভবে কবি’ শীর্ষক ২ দিন ব্যাপি এই সঙ্গীতানুষ্ঠানের সূচনা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গীত পরিচালক পুলক সরকারের ভাবনায় ও ইন্ডিয়ান এডুকালচারাল ফাউন্ডেশনের পরিচালনায় এই অনুষ্ঠান হয়ে আসছে বেশ কয়েক বছর ধরেই। উত্তরবঙ্গের সঙ্গীতানুরাগী মানুষ ও শিল্পীদের কাছে এই অনুষ্ঠান তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন এবারের অনুষ্ঠানটি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুমকুম মুখোপাধ্যায়ের স্মরণে করা হচ্ছে। ২ দিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের শিল্পীদের কুমকুম মুখোপাধ্যায় স্মৃতি সম্মান, বাচিক শিল্পী স্বর্ণকমল চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান, নৃত্যগুরু গৌতম সেনগুপ্ত স্মৃতি সম্মান ও তবলাগুরু আনন্দ বোডাস স্মৃতি সম্মানে ভূষিত করা হবে। এবারই প্রথম এই সম্মান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের একক অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ৩০০ শিল্পীর সম্মেলক গানের অনুষ্ঠানও থাকছে এই মঞ্চে।