Thursday, September 21, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গ২ দিনে গাইবেন ৩০০ শিল্পী! ‘অনুভবে কবি’ সঙ্গীতানুষ্ঠানের সূচনা হল দীনবন্ধু মঞ্চে

২ দিনে গাইবেন ৩০০ শিল্পী! ‘অনুভবে কবি’ সঙ্গীতানুষ্ঠানের সূচনা হল দীনবন্ধু মঞ্চে

শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে বৃহত্তম সঙ্গীতানুষ্ঠানের সূচনা হল সোমবার। দীনবন্ধু মঞ্চে ‘অনুভবে কবি’ শীর্ষক ২ দিন ব্যাপি এই সঙ্গীতানুষ্ঠানের সূচনা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গীত পরিচালক পুলক সরকারের ভাবনায় ও ইন্ডিয়ান এডুকালচারাল ফাউন্ডেশনের পরিচালনায় এই অনুষ্ঠান হয়ে আসছে বেশ কয়েক বছর ধরেই। উত্তরবঙ্গের সঙ্গীতানুরাগী মানুষ ও শিল্পীদের কাছে এই অনুষ্ঠান তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন এবারের অনুষ্ঠানটি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুমকুম মুখোপাধ্যায়ের স্মরণে করা হচ্ছে। ২ দিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের শিল্পীদের কুমকুম মুখোপাধ্যায় স্মৃতি সম্মান, বাচিক শিল্পী স্বর্ণকমল চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান, নৃত্যগুরু গৌতম সেনগুপ্ত স্মৃতি সম্মান  ও তবলাগুরু আনন্দ বোডাস স্মৃতি সম্মানে ভূষিত করা হবে। এবারই প্রথম এই সম্মান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের একক অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ৩০০ শিল্পীর সম্মেলক গানের অনুষ্ঠানও থাকছে এই মঞ্চে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments