উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবরাত্রির (Shivratri) পুণ্যস্নান দিয়ে শেষ হবে এবারের মহাকুম্ভ (Maha Kumbh 2025)। ১৪৪ বছর পর এই যোগ এসেছিল। কোটি কোটি মানুষ মহাকুম্ভে পুণ্যস্নানের সাক্ষী থেকেছেন। স্বামীকে সঙ্গে নিয়ে এবার সেখানে পৌঁছোলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। পবিত্র জলে প্রদীপ ভাসালেন অভিনেত্রী। গুরুর আখড়ায় ‘হর হর মহাদেব’ ধ্বনিতে নাচতেও দেখা গেল তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভ থেকে ছবি-ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা। সেখানেই দেখা গেল, কখনও স্বামীর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় কখনও বা অভিনেত্রীকে গুরু পরিবারের সঙ্গে মহাকুম্ভ মেলা উপভোগ করতে দেখা গেল। পোস্টে অপরাজিতা লিখেছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’।
View this post on Instagram
মহাকুম্ভে ঈশানজির আখড়ায় ছিলেন তিনি। সেখানে গুরু পরিবারের সঙ্গে ভক্তিগীতি এবং নাচে মেতে ওঠেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, মহাকুম্ভে আসা, ঈশানজির শিবির করতে পারা, সবটাই গুরুর সিদ্ধান্ত।
প্রসঙ্গত, সাধারণ মানুষের পাশাপাশি মহাকুম্ভে গিয়েছেন একাধিক সেলেব। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশিরাও পুণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। চলতি মহাকুম্ভে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেক তারকাই। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সহ আরও অনেকে।