উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বিধানসভায় পেশ করা হল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পেশ করেন। গতকাল প্রতিটি বিধায়ককে এই বিলের খসড়া দেওয়া হয়েছিল। সেইমতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী-সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংশোধনী হাতে পাওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শুভেন্দুর জমা দেওয়া সংশোধনীগুলি নিয়ে আলোচনা হবে। আলোচনার শুরুতেই এ নিয়ে বক্তব্য রাখেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে সরকারের আনা বিলকে সমর্থন জানিয়েছেন বিরোধীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের ঘোষণা মত এদিন বিধানসভায় পেশ হয় অপরাজিতা বিল। এই বিলে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটলে মৃত্যুদন্ডের নির্দেশ দেওয়া রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে আমৃত্যু কারাদন্ডের সাজাও রয়েছে। এমনকি মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারে। সঙ্গে প্রতি ক্ষেত্রেই থাকছে জরিমানা। ধর্ষণের জন্য কড়া শাস্তি দিতেই এই বিল আনা হল।
এই বিলকে পুর্ণ সমর্থন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সরকারের আনা এই বিলকে সমর্থন করছি। তবে এই ধরণের গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রক্রিয়া, পদ্ধতি মানা দরকার সেগুলি মানা হয়েছে কিনা তা আমার জানা নেই। এ নিয়ে প্রশ্নও করতে চাই না। এই বিলকে আইনে পরিণত করতে দায়িত্ব মুখ্যমন্ত্রীকে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব। আমরা রেজাল্ট চাইছি। সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। কোনও ভোটাভুটি চাইব না।’
অন্যদিকে, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।