কলকাতা: কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে এক মহিলা অ্যাপ ক্যাব চালককে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে গড়িয়াহাট থানার পুলিশ।
ওই মহিলা গাড়ির চালকের দাবি, গতকাল কলকাতা বিমানবন্দর থেকে গড়িয়াহাটের একটি হোটেলে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন উত্তরপ্রদেশের ওই বাসিন্দা। অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন ওই যাত্রী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যে এক সময় ভাড়া না নিয়ে যাত্রীকে নেমে যাওয়ার অনুরোধ জানান ওই মহিলা চালক। ঘটনায় ক্ষমা চেয়ে নেন ওই যাত্রী। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, গাড়ি থেকে নেমে যাওয়ার পর একের পর এক মেসেজ করে ওই ব্যক্তি কুপ্রস্তাব পাঠাতে থাকে বলে অভিযোগ। ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।