রাজ্য

App | তথ্য সংগ্রহ, আইনশৃঙ্খলা রক্ষায় অ্যাপ চালু করল রাজ্য পুলিশ

শুভাশিস বসাক, ধূপগুড়ি, ১৮ মার্চ : স্থানীয় এলাকার তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য নতুন অ্যাপ চালু করল রাজ্য পুলিশ। যেখানে সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্তরা নিজের এলাকার পাশাপাশি বাইরের এলাকার তথ্যও অ্যাপে আপলোড করতে পারবেন।  তথ্য দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাপেই প্রয়োজনীয়  নির্দেশও দিতে পারবে। শীর্ষ কর্তারাও তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) নামে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এখানে সাম্প্রদায়িক ঘটনার মতো স্পর্শকাতর বিষয় থেকে শুরু করে অপরাধমূলক তথ্য, রাজনৈতিক তথ্য সবই দেওয়া যাবে। সাধারণত এর আগে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমেই তথ্য আদানপ্রদান করে থাকতেন পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্তরা। কিন্তু সেটা এক ধাপ পর্যন্ত পৌঁছানোর পর আরও এক ধাপ এগোতে কিছুটা সময় লেগে যেত। কিন্তু নতুন এলআইএমএস অ্যাপের মাধ্যমে একজন তথ্য দেওয়ামাত্র কয়েকজন পুলিশকর্তা পর্যন্ত দেখতে পারবেন। এমনকি সেখানেই কী করা প্রয়োজন সেটাও দ্রুত শীর্ষ আধিকারিক নির্দেশও দিতে পারবেন। তবে এটা দিনের তথ্য দিনে নয়, এমনকি আগামী কয়েকদিন পর কোন সময়ে অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেটাও দিয়ে রাখা সম্ভব হবে।

ধূপগুড়ির বাসিন্দা প্রসেনজিৎ দত্ত বলেন, ‘পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে একাধিক উদ্যোগ নিয়ে থাকে। এক্ষেত্রে বিভাগীয়ভাবে তাদের কাজে আরও গঠনমূলক করে পরিষেবা দিতে ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই ভালো উদ্যোগ।’  ইতিমধ্যে জলপাইগুড়ির প্রতিটি থানাতেই অ্যাপ পাঠানো এবং তার ব্যবহার সম্পর্কে শিখিয়ে দেওয়া হয়েছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেউ হয়তো ছুটিতে বা কোনও কাজে নিজের এলাকার বাইরে রয়েছেন, সেখানে কোনও ঘটনা ঘটলে সেটাও নির্দিষ্ট জায়গা উল্লেখ করে অ্যাপে আপলোড করতে পারবেন। মূলত শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য এবং পুলিশের তথ্য সংগ্রহে আরও সুবিধা করতেই অ্যাপ নামানো হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশের এক কর্তা বলেন, এটা শুধু নির্বাচন নয়, সবসময়ের জন্যেই অ্যাপটি থাকবে এবং সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশ তথ্য সংগ্রহ করে আপলোডের জন্যে ব্যবহার করবে। পাশাপাশি পুরো প্রক্রিয়াটিকে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকেই মনিটরিং করা হবে।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Maldives | মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিল ভারত, দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ১০ মে-এর মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাকে সরানোর…

22 mins ago

Arvind Kejriwal | ‘বিজেপি ক্ষমতায় এলে মমতাকে জেলে পাঠাবে!’ দাবি কেজরিওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেল মুক্ত অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বন্দি দশা কাটতেই শনিবার সকাল…

31 mins ago

Solar Storm | আঘাত হানল শক্তিশালী সৌরঝড়! ব্যাহত হতে পারে বিদ্যুৎ-যোগাযোগ ব্যবস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পৃথিবীর বুকে আছড়ে পড়ল শক্তিশালী সৌরঝড় (Solar storm)। বিগত দুই দশকের…

54 mins ago

Ekta Kapoor | বিয়ে করতে নারাজ, সারোগেসিতেই ফের মা হতে চলেছেন একতা কাপুর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি বিয়ে করেননি। বিয়ের সম্পর্কে বিশ্বাসও করেন না। কিন্তু শুধুমাত্র মা…

1 hour ago

WBCHSE HS 2024 | কীভাবে ৫০০-য় ৪৫৯? ফল বিক্রেতার ছেলের রেজাল্ট অবাক করল চ্যাংরাবান্ধাকে

চ্যাংরাবান্ধা: বাবার ফলের দোকান। মাঝে মধ্যে বাবাকে সাহায্য করতে দোকানে গিয়ে বসতে হয় সম্রাটকে। কারণ…

1 hour ago

This website uses cookies.