ডিজিটাল ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাঁর স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর কথা। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিন্দুমাত্র দেরি করেননি এই প্রকল্প শুরু করতে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর আবেদন জমা পড়েছিল দুয়ারে সরকারের মাধ্যমে। তবে এবার জানা যাচ্ছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আবেদন করতে গেলে মানতে হবে নতুন নিয়ম। কার্যত এতদিন পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্ট হলেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর আবেদন করা যেত। কিন্তু এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। আজকে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জানিয়ে দিয়েছেন, এবার থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর আবেদন করতে গেলে শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই আবেদন করা যাবে। পাশাপাশি ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’ সহ বিভিন্ন প্রকল্পে আধার সংযুক্তিকরণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যে দুয়ারে সরকার। আর এবারেও দুয়ারে সরকারের মাধ্যমেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সহ বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে।
গোয়েন্দা বিভাগ এবং কনস্টেবল বিভাগে একগুচ্ছ নিয়োগের সিদ্ধান্ত নবান্নের বৈঠকে
ডিজিটাল ডেস্ক: আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে (Nabanna)। আর এই বৈঠকের দিকে নজর ছিল বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের...
Read more