সান্তিয়াগো (চিলি) : চিলিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হেনস্তা হওয়ার অভিযোগ তুললেন আর্জেন্টাইন মিডিও রডরিগো ডে পল। ম্যাচে অবশ্য আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে।
গোলপার্থক্যে পিছিয়ে পড়ে রাশিয়া বিশ্বকাপে যাওয়া হয়নি চিলির। কাতারের টিকিটও তাদের হাতের নাগালে নেই। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে জিতলে লিগ টেবিলে তাদের অবস্থান আরও একটু সুবিধাজনক হত। সেই জন্য ইতিমধ্যে বিশ্বকাপে পৌঁছে যাওয়া আর্জেন্টিনার ফুটবলারদের হেনস্তা করা হয়েছে, ইঙ্গিত রডরিগোর। অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা বলেন, বিমান থেকে নামার পর আমাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়নি। শীতাতপ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল, পানের জন্য জল দেওয়া হয়নি। এমনকি গোটা সময়টা আমাদের কানের কাছে সাইরেন বাজানো হয়েছে। আমি কোনও অভিযোগ করছি না। তবে আর্জেন্টিনায় ম্যাচ খেলতে আসা ফুটবলারদের যাবতীয় সুযোগ-সুবিধার দিকে আমরা নজর রাখি।
ম্যাচেও দুরন্ত খেললেন রডরিগো। দুটি গোলের পেছনেই তাঁর ভূমিকা রয়েছে। ৯ মিনিটে তাঁর পাস থেকেই দলের প্রথম গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ৩৪ মিনিটে তাঁর নেওয়া শট কোনওরকমে ঠেকান চিলির তারকা গোলরক্ষক ক্লদিও ব্রাভো। কিন্তু ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি লওতারো মার্টিনেজ। ২০ মিনিটে বেন ডিয়াজ একটি গোল শোধ করলেও ম্যাচ জিতেই মাঠ ছাড়ে শেষবারের কোপাজয়ীরা। এদিন দুই লিওনেল- কোচ স্কালোনি এবং অধিনায়ক মেসিকে ছাড়াই চিলির বিরুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা। মেসির মতো ফুটবলারকে ছাড়া কঠিন ম্যাচ জিতে মার্টিনেজ, আলেহান্দ্রো গোমেজরা নিজেদের প্রমাণ করলেন বলেই মত সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের।
বৃহস্পতিবার রাতে ইকুয়েডর-ব্রাজিল ম্যাচে অবশ্য ফুটবল কম, কুস্তি বেশি হল। ম্যাচের এক মিনিট হওয়ার আগেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান সাইডব্যাক এমার্সন রয্যাল। ২০ মিনিটে দ্বিতীয়বার কার্ড দেখে মাঠের বাইরে গেলেন তিনি। তার মিনিট পাঁচেক আগেই অবশ্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ইকুয়েরের গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গোজ। তবে গোটা ম্যাচে যেভাবে খেলল দুই দল, তাতে ২টি লাল কার্ড কমই মনে হতে পারে। বার দুয়েক মাঠের বাইরে যাওয়ার মুখে চলে গিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। ২৬ মিনিটে বলে লাথি মারতে গিয়েছিলেন। কিন্তু লিভারপুল তারকার পা সরাসরি গিয়ে আধাত করে বিপক্ষ অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার মুখে। প্রথমে লাল কার্ড দেখালেও পরে ভিএআর দেখে অ্যালিসনের শাস্তি একধাপ কমিয়ে হলুদ কার্ড দেখান রেফারি।
এরপর দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ফের বল ধরতে গিয়ে প্রতিপক্ষের মুখে ঘুষি মারলেন অ্যালিসন। এবারও ভিএআর বাঁচিয়ে দিল তাঁকে ও ব্রাজিলকে। কারণ এবার ইকুয়েরের পক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। এদিন ভিএআর-ভাগ্য ভালো ছিল না ইকুয়েরের। ৫৭ মিনিটেও তাদের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত পরে বাতিল হয়। শেষ পর্যন্ত ১-১ গোলেই থামে দুপক্ষ। ৬ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৫ মিনিটে সমতা ফেরান ফেলিক্স টোরেস। অন্য ম্যাচে লুইস সুয়ারেজের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ হারিয়েছে উরুগুয়ে।
আরও পড়ুন : করোনার জেরে শুধুমাত্র মুম্বইয়েই সীমাবন্ধ থাকতে পারে আইপিএল