গয়েরকাটা: ডুয়ার্সে (Dooars) গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। সোমবার রাতে গয়েরকাটার (Gairkata) একটি রেস্তোরাঁয় আচমকাই দেখা মেলে গায়কের। সেখানে রাতের খাবার খান তিনি। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। খাবার খেয়েই শিলিগুড়ির (Siliguri) দিকে অরিজিৎ চলে যান বলে জানা যায়। পুরো দৃশ্য ক্যামেরাবন্দি হয় সিসিটিভিতে।
কী কারণে অরিজিৎ এসেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রেস্তোরাঁর মালিক জানান, গতকাল রাতে দু-তিনটি গাড়ি রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ায়। তাঁদের মধ্যে দু-তিনজন দুপুরে খাবার খেয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, রাতের তাঁরা আবার আসতে পারেন। এরপর রাতে তাঁরা আবার এসে খাবারের অর্ডার দেন। সেইসময় হঠাৎই গাড়ি থেকে নেমে আসেন অরিজিৎ সিং। অরিজিৎকে সামনে পেয়ে খুশি রেস্তোরাঁ মালিক। তিনি বলেন, ‘এত বড় শিল্পীকে সামনে থেকে দেখতে পাব জীবনেও ভাবিনি। শুনেছি হাসিমারার কাছাকাছি কোনও জায়গায় তিনি এসেছিলেন। খাবার খেয়ে শিলিগুড়ির দিকে চলে যান তিনি ও তাঁর দলের সদস্যরা।’