উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের জের! এবার কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে বাদ টলিউড পরিচালক অরিন্দম শীল। গত শনিবার অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে অরিন্দম শীলকে তলব করেছিল রাজ্য মহিলা কমিশন। তার পর সেদিন রাতেই অরিন্দমকে সাসপেন্ডে করে ডিরেক্টর্স গিল্ড। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল টলিপাড়ায়। এমনকি অরিন্দমের ব্যাপারে আগে অভিযোগ ছিল নবান্নেও। এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই প্রথম বার অরিন্দম শীলকে কলকাতা চলচ্চিত্র উৎসবের কোনও কমিটিতেই রাখা হয়নি।
কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই যত্নশীল। উৎসবের জন্য আমন্ত্রণ করতে তিনি গিয়েছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে। কদিন আগে আনুষ্ঠানিক ভাবে উৎসবের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। একই সঙ্গে গত ২৪ জুলাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পরিচালক গৌতম দেব হবেন এবার উৎসব কমিটির চেয়ারম্যান।
নবান্ন সূত্রে খবর, গত পাঁচ-ছ’বছরে প্রতিবারই কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটিতে সদস্য হিসাবে ছিলেন পরিচালক অরিন্দম শীল। কিন্তু এবার তাঁর নাম প্রস্তাবিত কমিটিতে না থাকায় পরিচালকদের মধ্যে থেকে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। তখন তথ্য ও সম্প্রচার দপ্তরের এক পদস্থ আমলা তাঁদের জানিয়ে দেন, অরিন্দমকে এবার কমিটিতে রাখা যাবে না। কারণ উপরতলা থেকে নির্দেশ রয়েছে। কেন রাখা যাবে না, তার কোনও ব্যাখ্যা তথ্য সংস্কৃতি দপ্তর দেয়নি। তবে গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপনায় থাকা কিছু পেশাদার ছেলেমেয়ে এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, এক পরিচালক মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। অরিন্দমকে সাসপেন্ড করার পর এখন বিক্ষিপ্ত ভাবে অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন। তবে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি থেকে অরিন্দমের বাদ পড়ার বিষয়ে অরিন্দম শীল এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।