Top News

Mamata Banerjee | ‘ও তো বিজেপিরই সাংসদ’, অর্জুন প্রসঙ্গে আর কী বললেন মমতা?

শিলিগুড়ি: ‘ও তো বিজেপিরই সাংসদ, যে যেটা ভাল বুঝবে সেটাই করবে’, উত্তরকন্যাতে সাংবাদিক বৈঠক থেকে অর্জুন সিংকে নিয়ে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই লোকসভার টিকিট না পেয়ে বেসুরো অর্জুন সিং। শোনা যাচ্ছে বিজেপির হয়ে লড়তে পারেন তিনি। তৃণমূল ওই কেন্দ্রে প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। এদিন মমতা বলেন, ‘ওই কেন্দ্রে আমাদের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে। পার্থ ভাল ক্যান্ডিডেট। তবে যার যেখানে যাওয়ার সে যেতে পারে।’

অর্জুন বেসুরো গাওয়ার পর থেকেই তার মানভঞ্জনে উদ্যোগ নিয়েছে তৃণমূল। তাঁকে ফোন করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, অর্জুনকে বরানগর বিধানসভায় তাপস রায়ের ছেড়ে যাওয়া আসন থেকে জিতিয়ে নিয়ে এসে রাজ্য মন্ত্রীসভায় প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে মন গলেনি অর্জুনের। বরং তিনি নিজের অফিস থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে দিয়ে মোদির ছবি লাগিয়ে দেন। যোগাযোগ শুরু করেন বিজেপি নেতৃত্বের সঙ্গে। মনে করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সবুজ সংকেত না দেওয়ায় তাঁর প্রার্থীপদ ঝুলে রয়েছে। তবে অর্জুন যে দল ছাড়তে পারেন এমন ইঙ্গিত পৌঁছে গিয়েছে মমতার কাছেও। কিন্তু তিনি যে অনমনীয় তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জেতার কিছুদিন পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে তাঁর ছেলে পবন সিং বিজেপি বিধায়ক হিসেবেই থেকে যান। অর্জুন দল ছাড়লেও বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়নি বলেই রাজনৈতিক মহলের খবর। সেই সম্পর্কের সূত্রে বিজেপির রাজ্য নেতৃত্বেরও অর্জুনকে নিয়ে কোনও ছুৎমার্গ নেই বলেই জানা গেছে।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

1 min ago

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

15 mins ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

38 mins ago

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন পন্থরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি…

9 hours ago

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর…

10 hours ago

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব এমবাপের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত…

11 hours ago

This website uses cookies.