উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ান বিষ দিয়ে মারা হবে অর্জুন সিং-কে (Arjun Sing)! বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করেছিলেন স্বয়ং অর্জুন সিং। ঠিক দু’দিন পর হাসপাতালে (Hospital) ছুটলেন ব্যারাকপুরের বিজেপি (BJP) নেতা। তাহলে সত্যি কি তাঁকে বিষ দেওয়া হল তাঁকে? সেই কারণেই কি ছুটলেন হাসপাতালে? গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে জল্পনা।
শনিবার সকালে অর্জুন সিং দলীয় অফিস থেকে তড়িঘড়ি বেরিয়ে সোজা চলে যান বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা হবে। তিনি দেখবেন রাশিয়ান বিষ তাঁর শরীরে ঢুকেছে কি না। কারণ গত বৃহস্পতিবার সিআইডি (CID) জিজ্ঞাসাবাদের সময়ই চেয়ারে বিষ ছড়িয়ে দিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
অন্যদিকে, সংবাদ মাধ্যম অর্জুন সিং-কে হাসপাতালের (Hospital) যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘রাশিয়ান বিষ তাঁর শরীরে সিআইডি প্রয়োগ করেছে কি না, সেটা জানার জন্যই এই টেস্ট করাতে যাচ্ছি। সত্যি যদি কোনও বিষ শরীরে প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে আদালতের দ্বারস্থ হব।’