উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল পঞ্জাব পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে। পাতিয়ালার ঘটনা। মারধরে ওই সেনা আধিকারিকের হাত ভেঙেছে। তাঁর ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মার্চ ভোরে পাতিয়ালায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেদিন পঞ্জাব পুলিশের তিন ইনস্পেক্টর প্রায় ৪৫ মিনিট ধরে ওই সেনা অফিসার ও তাঁর ছেলেকে মারধর করে। বর্তমানে দুজনেই পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের দাবি, পুলিশ প্রথমে অভিযোগ নথিভুক্ত করতে চায়নি। অভিযুক্তদের আড়ালের চেষ্টা করেছে।
ঘটনার দিন রাজেন্দ্র হাসপাতালের কাছে রাস্তার ধারে একটি খাবারের দোকানের সামনে গাড়ি থামান ওই সেনা আধিকারিক এবং তাঁর ছেলে। সেই সময় সাদা পোশাকের তিন পুলিশ অফিসার এসে নিজেদের গাড়ি রাখার জন্য তাঁদের দুজনকে গাড়ি সরাতে বলে। তাতে আপত্তি জানালে সেনা আধিকারিককে ঘুষি মারে এক অভিযুক্ত। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ।
সেনা আধিকারিকের ছেলের কথায়, ‘লাঠি, রড এবং বেসবল ব্যাট দিয়ে আমাদের মারধর করা হয়েছে। কমপক্ষে ৪৫ মিনিট ধরে মারা হয়। ওরা নেশাগ্রস্ত ছিল। আমরা দু’দিন ধরে এফআইআর দায়েরের চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদের সাহায্য করেনি। হুমকি ফোনও পাচ্ছি।’ তবে চাপের মুখে পড়ে পুলিশ শেষ পর্যন্ত পদক্ষেপ করেছে। এ ঘটনায় ১২ জন আধিকারিককে সাসপেন্ড করেছে পাতিয়ালা পুলিশ।