বেঙ্গালুরু : প্রভিডেন্ট ফান্ড (পিএফ) জালিয়াতি মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। অভিযোগ, উথাপ্পা তাঁর কর্মীদের বেতন থেকে ২৩.৩৬ লক্ষ টাকা কেটে নিলেও, তা পিএফ অ্যাকাউন্টে জমা দেননি। বিষয়টি নিয়ে ওই কর্মীরা ইপিএফ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। প্রাক্তন ক্রিকেটারকে কর্তৃপক্ষের সামনে একাধিকবার হাজির হওয়ার কথা বলা হলেও তিনি তাতে কান দেননি। এরপর শনিবার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার-২ সদাক্ষর গোপাল রেড্ডি ও রিকভারি অফিসার কেআর পুরম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তাঁরা গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে উথাপ্পাকে তাঁদের সামনে হাজিরের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উথাপ্পার থেকে ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা উদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে পুলকেশিনগর থানায় একটি নির্দেশিকা পৌঁছেছে। যেখানে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে পরোয়ানা কার্যকর করতে বলা হয়েছে। যদিও নির্দেশে উল্লিখিত ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও, তাঁকে খুঁজে পাওয়া যায়নি এবং ওই ঠিকানা পুরোনো বলে শনিবার পুলিশকর্তারা জানিয়েছেন। প্রসঙ্গত, ইন্দিরা নগরের সেঞ্চুরিজ লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক হলেন এই প্রাক্তন ক্রিকেটার।