লাহোর: বিশ্বরেকর্ড গড়ে অলিম্পিকে দেশকে প্রথম ব্যক্তিগত সোনা এনে দিয়েছেন আর্শাদ নাদিম। তারপর থেকে শুরু হয়েছে তাঁকে পুরস্কৃত করার একের পর এক ঘোষণা। অথচ একসময় নতুন জ্যাভলিন কেনার জন্য টাকার অভাবে সামাজিক মাধ্যমে ‘চাঁদা’ তুলতে হয়েছে নাদিমকে।
একঝলকে দেখে নেওয়া যাক নাদিমের জন্য ঘোযিত পুরস্কার-
সবমিলিয়ে পাকিস্তানি টাকায় প্রায় ১৫০ মিলিয়ন (ভারতীয় টাকায় ৪.৫ কোটি) পুরস্কার মূল্য পাবেন নাদিম। এই পুরস্কার দেবেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ, গভর্নর সরদার সেলিম হায়দার খান, করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব, সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী ও গভর্নর প্রমুখ পুরস্কার অর্থ তুলে দেবেন নাদিমের হাতে। এছাড়াও পুরস্কারের ঘোষণা করেছেন বিখ্যাত অভিনেতা-সংগীতশিল্পী আলি জাফর এবং ক্রিকেটার আহমেদ শেহজাদ।
নাদিমকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দেওয়ার জন্য সংসদের নিম্নকক্ষে সর্বসম্মতিক্রমে বিশেষ রেজোলিউশন পাশ করা হয়।
নাদিম দেশে ফিরলে সেনেটের সহ সভাপতি সায়েদাল খান নাসার সম্মানসূচক নৈশভোজের আয়োজন করবেন।
সিন্ধ প্রদেশের সরকারি মুখপাত্র ইসলাম শেখ ঘোষণা করেছেন নাদিমকে স্বাগত জানানো হবে সোনার মুকুট পরিয়ে। সুক্কুর শহরে নাদিমের নামাঙ্কিত স্টেডিয়াম তৈরি করা হবে।
করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব ঘোষণা করেছেন করাচি শহরে ‘আর্শাদ নাদিম অ্যাথলেটিক্স অ্যাকাডেমি’ তৈরি করা হবে।