রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Amit Shah | ‘ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও….’, কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে বড় দাবি করলেন অমিত শা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না।’, মহারাষ্ট্রে এক নির্বাচনি জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের (Congress-National Conference) সরকার গঠনের পর থেকেই এই দাবি উঠতে শুরু করেছে। কাশ্মীর বিধানসভায় এনিয়ে প্রস্তাবও পাশ করেছেন নতুন সরকার। তারপরই এই দাবির প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন অমিত শা। এদিন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডেকেও কটাক্ষ করেন শা। শিণ্ডে বলেছিলেন, শ্রীনগরের লালচক সফরের সময় ভয় পেয়েছিলেন শা। তার পালটা দিয়ে অমিত শা এদিন বলেন, ‘শিণ্ডেজি আপনি নাতি-নাতনিদের নিয়ে কাশ্মীর ঘুরে আসুন, আপনার কোনও ক্ষতি হবে না।’ যদিও এর আগেও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো নিয়ে মন্তব্য করেছেন অমিত শা। কয়েকদিন আগে মহারাষ্ট্রের এক প্রচার সভায় শা জানিয়েছিলেন, ‘রাহুল গান্ধির চতুর্থ প্রজন্মও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে পারবে না।’

শুধু অমিত শাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৩৭০ ধারা (Article 370) ফেরানোর দাবি তোলায় কংগ্রেসের সমালোচনা করেছেন। পুণেতে এক সভায় তিনি ৩৭০ ধারা ফেরানোর দাবিকে ‘পাকিস্তানের ভাষ্য’ বলে তোপ দেগেছেন। মোদি দাবি করেছেন, ৩৭০ ধারাকে মাটির গভীরে পুঁতে দেওয়া হয়েছে। ২০১৯ সালের ৫ অগাস্ট মোদি সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেয়। ৩৭০ ধারায় কাশ্মীরকে সীমিত পর্যায়ে স্বশাসন দেওয়া হয়েছিল। তবে জম্মু-কাশ্মীরে সদ্যসমাপ্ত নির্বাচনে ওমর আবদুল্লার সরকার ক্ষমতায় এসেই ৩৭০ ফেরানোর দাবিতে তদ্বির শুরু করে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

J&K flash flood | প্রবল বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে হড়পা-ভূমিধস, নিহত ৩, নিখোঁজ ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ধরমকুণ্ড...

JD Vance | ৩ দিনের ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কী নিয়ে হবে আলোচনা?   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুল্কনীতি নিয়ে বিতর্কের আবহেই সোমবার...

Weather Report | ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের আট জেলায়...

Murshidabad Violence | সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ধৃত আরও এক, চোপড়া থেকে পাকড়াও অভিযুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস...