রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

চরিত্রগুলোকে বাস্তবে খুঁজে বেড়াই

শেষ আপডেট:

কিছু ওয়েব সিরিজ ও সিনেমার চিত্রনাট্য, চরিত্রের সঙ্গে কত মিল আমাদের জীবনের। ‘কোটা ফ্যাক্টরি’, ‘অ্যাসপিরেন্ট’, ‘টুয়েলভথ ফেল’ রূপকথার গল্প নয়। সেখানে সফলতার সঙ্গে সঙ্গে পারিবারিক সমস্যা, ব্যর্থতা, বন্ধুত্ব, বাধাবিপত্তি, সেল্ফ ডাউট- সবই রয়েছে। যেখানে ফিকশনের সঙ্গে বাস্তবের মিল খোঁজে তরুণ প্রজন্ম।

দেবলীনা দে

আমাদের চারপাশে ঘুরে বেড়ানো সেই সাধারণ ছেলেমেয়েগুলো কখন আমাদের কাছে খুব স্পেশাল হয়ে ওঠে জানো? যখন আমরা ‘কোটা ফ্যাক্টরি’র ‘বালমুকুন্দ মিনা’র মতো চরিত্রকে দেখি। এই ওয়েব সিরিজটি সবচেয়ে বিখ্যাত জিতু ভাইয়ার জন্য। কিন্তু যে চরিত্রটিকে আমার ব্যক্তিগতভাবে খুবই আকর্ষণীয় মনে হয়, সেটি হল রঞ্জন রাজ দ্বারা অভিনীত মিনা চরিত্রটি। মিনা যেন আমাদের প্রতিবেশী একটি ছেলে, যার একমাত্র মূলধন, তার সারল্য। যে একটা সিঙ্গাড়া বা কচুরির বিনিময়ে বন্ধুকে অঙ্ক বুঝিয়ে দেয়। প্রয়োজনে বন্ধুকে ভরসা দেয়, পাশে থাকে। তবে ‘মিনা’রা নিজের মানসিক, শারীরিক সমস্যা খুলে বলতে পারে না। তারা যেন চায়, আমরা ওদের বুঝে নিই। কিন্তু আমরা সেটা কি আদৌ করতে পারি?

‘মিনা’রা মোবাইলের সামান্য অ্যাপের ব্যবহার জানে না। কেক যে জন্মদিন ছাড়াও বছরের অন্য সময় খাওয়া যায়, তা বিশ্বাস করে না। অথচ ওরা বন্ধুত্ব টিকিয়ে রাখতে জানে। বহুদিন একসঙ্গে থাকা প্রিয়বন্ধুকে তার সাফল্যের দিকে একধাপ এগিয়ে দিয়ে বিদায় জানানোর সময় নির্দ্বিধায় বলতে পারে, ‘একসঙ্গে থাকা আর মাঝেমধ্যে দেখা করার মধ্যে পার্থক্য আছে, বন্ধুত্ব তো কোনও রিভিশন নয় যে সেটা সম্পূর্ণ করতেই হবে!’

ঠিক এই ‘মিনা’র মতোই ‘অ্যাসপিরেন্টস’ ওয়েব সিরিজের এত গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে ভালো লাগে অভিলাষ থাপলিয়াল-এর অভিনীত ‘এসকে’ চরিত্রটি। তিন বন্ধুর মধ্যে যেন একটি সুতোর মতো কাজ করে এই এসকে অর্থাৎ স্বেতকেতু। ইউপিএসসি সিভিল সার্ভিস ক্র্যাক করা সম্ভব হয় না তার পক্ষে, কিন্তু সে নিজের অভিজ্ঞতার মাধ্যমে অ্যাসপিরেন্টদের প্রস্তুত করার চেষ্টা করে। নিজের ব্যর্থতার কারণ না লুকিয়ে বাকিদের বলে যাতে সেই ভুলগুলো তারা না করে। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে তা মেটানোর দায়িত্ব নিতে ভয় পায় না ‘এসকে’। এই চরিত্রগুলি খুবই সাধারণ, কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে মনে হয়, আমরা এদেরকেই নিজেদের চারপাশে থাকা মানুষগুলোর মধ্যে দেখি। সেখানেই ওয়েব সিরিজ আর ওটিটি প্ল্যাটফর্মের স্বার্থকতা। আমরা তো রিলের চরিত্রগুলিতেও বাস্তবটাকে দেখতে চাই।

(নেতাজি সুভাষচন্দ্র বোস টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়া)

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

পাঠ্যপুস্তকের বাইরে কত অজানা রে…

হিমাংশু রায় ফিজিক্সের ছেলেপুলেরাও গল্পের বই পড়ে! প্রথম যখন দেখা হল,...

বিদ্যালয় বন্ধ মানে স্বপ্নের মৃত্যু

মৌমিতা আলম এপ্রিল মাসের রোদ যেন হার মানাচ্ছে জুনের তাপপ্রবাহকে।...

Maynaguri | আদর্শ ময়নাগুড়ি রোড হাইস্কুল: গ্রামবাসীর আপদে-বিপদে পাশে পড়ুয়ারা

শুভজিৎ দত্ত: কী নেই ক্যাম্পাসে! স্মার্ট ক্লাস। স্মার্ট টিভিতে...

‘ডাউন মেমরি লেন’ থেকে সরস্বতীপুজো

মাধবী দাস দাড়িয়াবান্ধ্যা-বৌবসন্তবিকেলে হঠাৎ করেই খেলার মাঠের এককোণে...