Top News

Arvind Kejriwal | দিল্লিতে জলসঙ্কট নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল, হেপাজতে থেকেই সরকারি নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবগারি দুর্নীতি (Excise scam) মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গ্রেপ্তার হওয়ার পরই আম আদমি পার্টির প্রধান ঘোষণা করেছিলেন জেল থেকেই তিনি সরকার চালাবেন। এবার ইডির হেপাজতে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন তিনি দিল্লির বাসিন্দাদের জন্য জলসংক্রান্ত একটি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। দেশের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী হেপাজতে থেকে সরকারি নির্দেশ দিলেন।

জেলে থেকেও দিল্লিতে জলসঙ্কট নিয়ে উদ্বিগ্ন অরবিন্দ কেজরিওয়াল। তীব্র গরমে যাতে দিল্লিতে জলসঙ্কট না হয় সে কারণে ২ কোটি মানুষের জন্য নির্দেশ দিলেন দিল্লির মন্ত্রী অতিশীকে। যাতে জল দপ্তর দ্রুত ব্যবস্থা নেয়। রবিবার ইডি হেপাজত থেকে দেওয়া অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশিকা পড়ে শোনান অতিশী। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের তরফে আমি জানাচ্ছি, যতই তাঁকে গ্রেপ্তার করা হোক না কেন। যতই তিনি ইডি হেপাজতে থাকুন না কেন, প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন। তিনি আমায় যাবতীয় নির্দেশিকা দিয়েছেন। তাঁর থেকে নির্দেশ নেওয়ার সময় আমার চোখ জলে ভরে গিয়েছিল। এমন অবস্থা থেকেও তিনি মানুষের কথা ভাবছেন।’

গ্রেপ্তার হওয়ার পর কীভাবে হেপাজতে থেকে সরকার পরিচালনা করবেন কেজরিওয়াল তা নিয়ে সন্দিহান ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। তবে আইন বিশেষজ্ঞরা জানিয়ে দেন, এদেশের আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়ার পর কোনও বিধায়কের দু’বছর বা তাঁর বেশি কারাদণ্ড হলে তবেই তাঁর পদ বাতিল গণ্য হতে পারে। কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা এখনও প্রমাণিত নয়। ফলে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে তাঁর আইনি বাধা নেই।

শনিবার রাতে ইডি হেপাজতের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২৭ মার্চ হোলির ছুটির পর আদালত খুললে কেজরিওয়ালের মামলার শুনানি হবে। রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডি হেপাজতে রয়েছেন কেজরিওয়াল।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Siliguri | বন্ধ প্রাথমিক স্কুলে বসছে নেশার আসর, পুলিশকে চিঠি পাঠানোর উদ্যোগ সংসদের

সাগর বাগচী, শিলিগুড়ি: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। বন্ধ স্কুলগুলি সমাজবিরোধীরা…

25 mins ago

আবর্জনায় ভর্তি সাহু নদীর চর, সাফাইয়ের উদ্যোগ এলাকাবাসীর

শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই…

25 mins ago

HS Result 2024 | বাবা রাজমিস্ত্রি, উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায় নন্দিতা

তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবরূপ দিতে ভূগোল অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত…

43 mins ago

গরমে বিগড়েছে মেজাজ, হানাদারি বাড়ছে পরিযায়ী মৌমাছিদের

সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ‘পরিযায়ী’র দাপটে বিপদ বাড়ছে। তা এড়াতে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেউ বা…

59 mins ago

Heavy Rain | ধেয়ে আসছে ঝড়, দোসর প্রবল বৃষ্টি

শিলিগুড়ি: ধেয়ে আসছে কালবৈশাখী। কয়েক ঘণ্টার মধ্যে মূলত গৌরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ…

60 mins ago

Iran-Israel | মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! ইজরায়েলে পরমাণু হামলার হুঁশিয়ারি ইরানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আবহেই ইজরায়েলে পরমাণু হামলার (Nuclear attack) হুঁশিয়ারি দিল ইরান। ইজরায়েলে…

1 hour ago

This website uses cookies.