উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওইদিন দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন আপ সুপ্রিমো। দুই মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধী জোটগঠনের প্রসঙ্গ উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব স্বীকার করার প্রশ্নে গোড়া থেকেই নিজেদের আপত্তির কথা জানিয়েছে আপ এবং তৃণমূল। অন্যদিকে, জাতীয় রাজনীতিতে মমতা এবং কেজরিওয়াল-দুই মুখ্যমন্ত্রী এবং তাঁদের দলের ‘বোঝাপড়া’র দিকটিও বহুবার প্রকাশ্যে এসেছে। নীতি আয়োগের বৈঠকে আগামী ২৬ মে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে তার আগেই কলকাতায় আসছেন কেজরিওয়াল।