উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইজরায়েলের নিয়ন্ত্রণমুক্ত রাফা সীমান্ত দিয়ে শনিবার ত্রাণ পাঠিয়েছে মিশর। প্রথম পর্যায়ে ত্রাণ সামগ্রী বোঝাই কুড়িটি ট্রাক প্রবেশ করেছে। এরপরই ইজরায়েল ত্রাণ সংক্রান্ত অনুমতি প্রত্যাহার করে নেওয়ায় সীমান্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রাণ বোঝাই কয়েক’শ ট্রাক। রাষ্ট্রসংঘ বলেছে, গাজায় যে ত্রাণ সামগ্রী ঢুকেছে তা সমুদ্রের এক বিন্দু জল বললেও বেশি বলা হয়।
এদিকে রাফা সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ যাওয়া শুরু হতেই ইজরায়েলি সেনা আকাশ পথে হামলা শুরু করেছে। ফলে গাজায় ত্রাণ পৌছলেও তা বিলি করা যায়নি। অবরুদ্ধ ভূখণ্ডে এখন তাই খাবার, জল, জ্বালানি, যানবাহন কিছুই নেই। নেই কফিনও। গত কয়েকদিনের ইজরায়েলি হামলায় নতুন করে মৃত্যু হয়েছে প্রায় চার হাজার নাগরিকের। কফিনের অভাবে তাদের শেষকৃত্য করা যাচ্ছে না। রাষ্ট্রসংঘের স্থানীয় অফিস গাজার জন্য ত্রাণ সামগ্রী হিসাবে যে সব জিনিস চেয়েছে তার মধ্যে কফিন অন্যতম। শনিবার কুড়িটি ত্রাণবাহী গাড়ির মধ্যে একটিতে কফিন ছিল।
এদিকে, রবিবার ভোরে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা। তাদের সেনার দাবি, মসজিদটিতে ক্যাম্প করে হামাস জঙ্গিরা হামলার পরিকল্পনা করছিল। ইজরায়েল হামলা চালিয়েছে প্যালেস্তাইন অধিকৃত জেনিন শহরেও। তাতে ১২জন নিরীহ নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। ফলে আক্রমণ শুধু গাজাতেই সীমাবদ্ধ রাখছে না তারা। রাষ্ট্রসংঘ বলেছে গাজার ৪০ শতাংশের বেশি বাড়িঘর মাটিতে মিশে গিয়েছে।