Sunday, February 16, 2025
HomeTop NewsParliament | বছর ঘুরতেই জল থইথই নতুন সংসদ ভবন! মোদির স্বপ্নের প্রোজেক্টের...

Parliament | বছর ঘুরতেই জল থইথই নতুন সংসদ ভবন! মোদির স্বপ্নের প্রোজেক্টের এই দশা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্মাণ করতে খরচ হয়েছিল ১২০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বপ্নের প্রোজেক্ট’ বললেও ভুল হবে না। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মোদির স্বপ্ন এভাবে চুরমার হয়ে গেল! সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও তাই বলছে। সম্প্রতি সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এনেছিলেন কংগ্রেস সাংসদ। এবার সেই ঘটনাকে ব্যাকফুটে ফেলে, শুক্রবার যেই ভিডিও সামনে এল তাতে দেখা যাচ্ছে, সংসদ ভবনের মেঝেতে জলের ধারা স্রোতের মত বয়ে চলেছে। ভিডিওতে কেউ হিন্দিতে বলছেন, ‘ইয়ে হ্যায় হমারে রাজ্যসভা!’ (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন)।

বৃহস্পতিবার তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর সংসদ ভবনের যে ভিডিও এক্সে পোষ্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল, সংসদের ছাদ থেকে সমানে চুঁইয়ে পড়ছে জল। সেই জল আটকানোর জন্য একটি নীল রঙের বালতি মেঝেতে রাখা রয়েছে। এবারের ভিডিও দেখে অনেকেই হয়তো ভাববেন কোনও খরস্রোতা নদী বইছে সংসদ ভবনের মেঝে দিয়ে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। তবে সব প্রশ্নকে ফুঁৎকারে উড়িয়ে লোকসভার সচিবালয় দারুণ ব্যখ্যা দিয়েছে, ‘নতুন সংসদ ভবনে কাচের গম্বুজ থেকেই নাকি যত বিপত্তি! যে আঠালো পদার্থ ব্যবহার করে গম্বুজের কাচ জোড়া হয়েছিল, তার ফাঁক থেকে জল চুঁইয়েই এই ঘটনা ঘটেছে।’ সচিবালয়ের এই ব্যখ্যা যদি সত্যি হয়, তাহলে এখানেও প্রশ্ন ওঠে, গম্বুজের ফাঁকফোকর থেকে চুঁইয়ে পড়া জলে, সংসদ ভবনের মেঝে দিয়ে এভাবে জলের ধারা বইতে পারে!

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন দ্বিতীয়বার ক্ষমতায়, তখন তাঁর ‘স্বপ্নের প্রোজেক্ট’ হিসেবে সংসদ ভবন এবং রাম মন্দির নির্মাণ হয়। রাম মন্দিরের ছাদ থেকে জল পড়ার ভিডিও সামনে এসেছিল। এবার সংসদ ভবন থেকে পরপর দুটি ভিডিও প্রকাশ্যে এল। মোদির দুই স্বপ্নের প্রোজেক্টের যদি বছর ঘুরতেই এমন বেহাল দশা হয়, তাহলে দেশের পরিস্থিতি কোন জায়গায় যাবে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের আনাচে কানাচে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular