কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ উদ্ধার করেছিল বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও সেগুলির জাল লাইসেন্স। এই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপরেই কুলটির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ। পুলিশের দাবি, নকল বা জাল লাইসেন্স নিয়ে এইসব ব্যক্তিরা বেসরকারি সংস্থায় গানম্যানের কাজ করতো। পাশের রাজ্য বিহার থেকে এইসব বন্দুক আনা হতো। রিসিভারের মাধ্যমে এই বন্দুক নিয়ে আসার পরে, তার নকল লাইসেন্স দেওয়া হত।
ধৃতরা হল ভিকি যাদব, শেখ রফাই, প্রকাশ নুনিয়া, গোপাল কেশরি, জগনারায়ন সিং। এরা আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন, কুলটি ও ঝাড়খন্ডের বাসিন্দা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ।
এদিন কুলটি থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা জানান, ধৃতরা কোথা থেকে বন্দুক ও জাল লাইসেন্স পেল, তার তদন্ত চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।