সালানপুর ও আসানসোল: জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি। মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। জখম আরও একজন। মঙ্গলবার ঘটনাটি ঘটে আসানসোলের (Asansol) সালানপুর (Salanpur) গ্রাম পঞ্চায়েতের ডালমিয়া এলাকায়। মৃতরা হলেন, ঝাড়খণ্ডের (Jharkhand) সাহেবগঞ্জের রাজ্জাক শেখ (২০) ও রোহিত শেখ (১৮) ও আসানসোলের কুলটি থানার নিউ রোডের নীতিশ পাসোয়ান (৪৫)। জখম সামসুর শেখ হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১০-১২ দিন ধরে জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল এই এলাকায়। পাইপলাইন বসানোর জন্য মাটি কেটে রাখা ছিল। আচমকাই উপরের সেই মাটি ধসে নীচে পড়ে। নীচে কাজ করছিলেন চার শ্রমিক। মাটির তলায় চাপা পড়ে যান তাঁরা। আর্থমুভার দিয়ে মাটি সরিয়ে চারজনকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিঠাইকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় পরে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জখম সামসুর শেখকে পিঠাইকেয়ারি হাসপাতাল থেকে পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডালমিয়া এলাকায় রেল সাইডিং রাস্তার পাশে কাজ চলছিল। পিএইচই-র অধীনে মাটির তলায় জলের পাইপলাইন বসানোর কাজ করছিলেন একটি ঠিকাদারী সংস্থার কর্মীরা। এদিন সকালে ওই এলাকায় বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। মাটি খুঁড়ে গর্ত করে পাইপলাইন বসানো হচ্ছিল। আচমকাই মাটি চাপা পড়েন এই চারজন শ্রমিক। পরে ঘটনার খবর পেয়ে পিএইচই দপ্তরের আধিকারিক ও সালানপুর থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।