রাজ্য

Asansole | প্রৌঢ়ের মৃতদেহের দাবিদার কে? মা ও স্ত্রীর মধ্যে টানাপোড়েন

আসানসোলঃ আসানসোলে জেলা হাসপাতালে মৃত্যু হওয়া এক প্রৌঢ়ের মৃতদেহ কে নেবে? দুই দাবিদার। সম্পর্কে তারা হলেন বৃদ্ধা মা কানন দে ও স্ত্রী শুক্লা দে। আর এই টানাপোড়েনের জেরে মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে প্রৌঢ়ের মৃতদেহর ময়নাতদন্ত হল না। আপাততঃ দেহ পড়ে রয়েছে জেলা হাসপাতালের মর্গের ঠান্ডা ঘরে। এই ঘটনার জেরে আসানসোল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা বিষয়টির আইনগত সবদিক খতিয়ে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আইন মোতাবেক মৃতদেহ কে পেতে পারেন বা লিগ্যাল হেয়ার কে তা জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গিয়েছে, আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডের গোধুলি বাই লেনের বাসিন্দা বিশ্বনাথ দে (৬০) আসানসোল বাজারে একটি দোকানে কাজ করতেন। তিনি সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা মৃত বলে ঘোষণা করেন। বিশ্বনাথ দের স্ত্রী শুক্লা দে মঙ্গলবার অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতন ও অত্যাচারের কারণে আজ এমন পরিস্থিতি এসেছে যে স্বামীর মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে পড়ে রয়েছে। খবর পেয়ে হাসপাতালে যাওয়া পরেও আমি মৃতদেহ দেখতে পাচ্ছিনা। মৃতদেহ আমাকে দেওয়া হচ্ছে না। আমার একটি ছেলে আছে। যে তার মৃত বাবাকে দেখতেও পাচ্ছে না।”

তিনি অভিযোগ করে বলেন, “তাকে তার স্বামীর কাছ থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমি বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে এসে ধাদকায় বাপের বাড়ি এলাকায় থাকি। আসানসোল পুরনিগমের ক্যান্টিন এবং অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। তিনি দাবি করেন, “আমার সঙ্গে স্বামীর সম্পর্ক খুব ভালো ছিল। সোমবার সন্ধ্যায় আমার সঙ্গে তার কথা হয়েছিল, হঠাৎ কি হলো স্বামী মারা গেলেন তা বুঝতে পারছি না।” শুক্লাদেবী আরও বলেন, “আমার দেওরেরা স্বামীর মৃতদেহ নিতে বাধা দিচ্ছে। তারা শাশুড়ির নাম করে দেহ নিতে চাইছে। কিন্তু আইনগত দিক থেকে আমি ও আমার ছেলে তো দাবিদার। পুলিশ থেকে বলা হয়েছে, কাউন্সিলারের কাছ থেকে লিখিয়ে আনতে। কিন্তু ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমনা খাতুনও সাহায্য করছেন না। তিনি লিখে দিচ্ছেন না। আমি আইনজীবীর পরামর্শ নিচ্ছি”।

এদিকে, মৃত প্রৌঢ়র ভাই অমিত দে বলেন, “বৌদি বেশ কয়েক বছর হলো দাদাকে ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে আদালতে মামলা চলছে। এমনকি রাস্তায় দাদাকে ধরে বৌদি মানসিক নির্যাতন করতো। দাদা সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে যান। আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। তখন চিকিৎসক বলেন, তার মৃত্যু হয়েছে। বৌদির সঙ্গে দাদার যখন এখন আর সম্পর্ক নেই, তাই আমরা পুলিশকে বলেছি, মা’কে মৃতদেহ দেওয়ার জন্য। পুলিশ কি করে দেখি।”

পাশাপাশি, কাউন্সিলারের তরফে বলা হয়েছে, গোটা বিষয়টি নিয়ে আইনগত সমস্যা আছে। তাই এই ধরনের ঘটনায় ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, পুলিশ জানায়, এই ঘটনায় আপাততঃ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। দেহের দাবিদার নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দেহর ময়নাতদন্ত হয়নি। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এই জটিলতার মধ্যে বুধবারও প্রৌঢ়র মৃতদেহর ময়নাতদন্ত হবে কি না, তাও স্পষ্ট নয়।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Balurghat Hospital X-Ray | এক্স-রে মেশিন থেকেও বন্ধ! কেন এমন পরিস্থিতি বালুরঘাট হাসপাতালে?

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat hospital) আকাল এক্স-রে প্লেটের (Insufficiency of X-ray plates)। প্লেটের অভাবে…

7 mins ago

POK | অন্যায্য করের বোঝা! বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনগণের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর (POK)। কয়েকদিন আগেই নতুন কর…

24 mins ago

Elephant attack | ফের হাতির হানা ছোটা ফাঁপড়িতে, জানালা ভাঙল আইসিডিএস সেন্টার ও শিশু শিক্ষা কেন্দ্রের

শিলিগুড়ি: অন্যত্র খাদ্য সামগ্রী সরিয়েও কাজের কাজ কিছু হল না, ফের হাতির হামলার মুখে পড়তে…

1 hour ago

Jalpaiguri News | নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল ডাম্পার, কোনমতে প্রাণ বাঁচল চালকের

বেলাকোবা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার (Dumper loaded with stones)। অল্পের জন্য প্রাণে…

1 hour ago

Akhil Giri | রাষ্ট্রপতির পর এবার রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে বিতর্কে মন্ত্রী অখিল গিরি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতির পর এবার রাজ্যপাল। বেফাঁস মন্তব্য করে বিতর্কে রাজ্যের কারাগার মন্ত্রী…

1 hour ago

Naxalbari | নকশালবাড়িতে নজরকাড়া ফল অঙ্কিতা করের, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হওয়ার স্বপ্ন এই কৃতীর

নকশালবাড়িঃ আর্থিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে মায়ের গৃহশিক্ষকতায় এবার উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করল নকশালবাড়ির ছাত্রী অঙ্কিতা…

1 hour ago

This website uses cookies.