উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্ষণে সাজাপ্রাপ্ত আসারাম বাপুকে (Asaram Bapu) শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মেডিকেল গ্রাউন্ডে এই স্বঘোষিত ধর্মগুরুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। জামিনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্তই। এই সময়ের মধ্যে আসারাম বাপু কোনও ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না বলে শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত। কোনওভাবে যেন তথ্য বিকৃত না করা হয়, তা নিয়ে সতর্ক করা হয়েছে ৮৬ বছরের এই ধর্মগুরুকে।
বয়সজনিত নানা অসুখে ভুগছেন আসারাম বাপু। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জানায়, বর্তমানে যোধপুরের আরোগ্য মেডিকেল সেন্টারে হার্টের চিকিৎসা চলছে আসারাম বাপুর। যোধপুরের সেন্ট্রাল জেলে সাজা খাটছেন তিনি। এর আগেও হার্ট অ্যাটাক হয়েছে আসারামের। সে কারণেই মেডিকেল গ্রাউন্ডের উপর ভিত্তি করে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হচ্ছে তাঁকে। তবে এই সময়ের মধ্যে তাঁর উপর নজরদারি চালাতে মোতায়েন থাকবে নিরাপত্তারক্ষী।
প্রসঙ্গত, ২০১৩ সালে যোধপুরের (Jodhpur) আশ্রমে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সাজা ভোগ করছেন আসারাম বাপু। এছাড়াও ২০২৩ সালে গুজরাটের এক আদালত তাঁকে সুরাটের শিষ্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে।