মেলবোর্ন: জোশ হ্যাজেলউডের পর ট্রাভিস হেড। ভারতের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ থেকে ছেড়ে দেওয়া হল বিস্ফোরক ওপেনিং ব্যাটারকে। অ্যাসেজের প্রস্তুতি। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে তৈরি রাখতে টি২০ সিরিজের বদলে লাল বলের শেফিল্ড শিল্ডে খেলবেন। আগামী সোমবার শুরু হচ্ছে শিল্ডের পরবর্তী রাউন্ডের ম্যাচ। দীর্ঘমেয়াদি যে ফর্ম্যাটে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন হেড।
হ্যাজেলউড, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারিরা ইতিমধ্যেই অ্যাসেজের জন্য গা ঘামানো শুরু করে দিয়েছেন। হেড এবার ক্যারিদের সঙ্গে যোগ দেবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার যে সিদ্ধান্তের ফলে টি২০ সিরিজের বাকি দুই ম্যাচে হেডকে সামলানোর চাপ নেই ভারতীয় বোলারদের। সিরিজ বর্তমানে ১-১ ফলাফলে দাঁড়িয়ে। ক্যানবেরা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মেলবোর্নে জয়ী অস্ট্রেলিয়া। হোবার্টে যার জবাব ভারতের তরফে। শেষ দুই ম্যাচে সিরিজের ফয়সালার হাতছানি। এমন অবস্থায় হেডের না থাকা কিছুটা হলেও অ্যাডভান্টেজ ভারতের জন্য।
অজি টিম সূত্রের খবর, বাকি দুই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল প্রথম এগারোয় ঢুকতে চলেছেন। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না। দলে থাকলেও তৃতীয় ম্যাচে ম্যাক্সওয়েল খেলেননি। মিচেল মার্শ জানান, ফিটনেসের দিক থেকে ম্যাচ খেলার জায়গায় প্রায় চলে এসেছে গ্লেন। তবে ঝুঁকি এড়াতেই তৃতীয় ম্যাচে খেলানো হয়নি। শেষ দুই দ্বৈরথে খেলতে অসুবিধা হবে না।
এদিকে, হেডের অনুপস্থিতিতে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে নতুন ওপেনিং জুটি দেখা যাবে। ব্যাটিং কম্বিনেশন, ব্যাটিং অর্ডারেও রদবদল অবশ্যম্ভাবী। ম্যাক্সওয়েল মিডল অর্ডারে খেলবেন। সেক্ষেত্রে জোশ ইনগ্লিস, ম্যাথু শর্টের মধ্যে একজনকে অধিনায়ক মার্শের সঙ্গে ওপেনিংয়ে তুলে আনা হবে সম্ভবত।
বাকি দুই ম্যাচে অ্যাডাম জাম্পার খেলা নিয়েও সংশয়। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সাময়িকভাবে ছুটি নিয়েছেন টি২০-তে অস্ট্রেলিয়ার সর্বাধিক উইকেটশিকারি। প্রাথমিকভাবে শেষ তিন ম্যাচে যোগ দেওয়ার কথা থাকলেও তৃতীয় ম্যাচে তা হয়নি। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচের জন্য জাম্পা দলের সঙ্গে যোগ দেবেন কি না, এখনও নিশ্চিত নয় অজি শিবির।

