নয়াদিল্লি: সরকারি কোনও ঘোষণা হয়নি। দিনও চূড়ান্ত হয়নি। কিন্তু সব ঠিকমতো চললে আগামী সেপ্টেম্বর মাসে দুবাইয়ে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এশীয় ক্রিকেট সংস্থার একটি বিশেষ সূত্র মারফত আজ এই তথ্য জানা গিয়েছে। মনে করা হচ্ছে, ১০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে পারে। শেষপর্যন্ত এশিয়া কাপ হলে সেটা হবে টি২০ ফর্ম্যাটে। যদিও পহলগাম কাণ্ডের পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের প্রভাবে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান দুবাইয়ের মাটিতেও পরস্পরের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে কি না, জানা নেই কারও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, যদি কোনও প্রতিযোগিতায় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান থাকে, তাহলে সেখানে ভারতীয় ক্রিকেট দলকে হাজির হতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন হবে। নরেন্দ্র মোদি সরকার দুবাইয়ে এশিয়া কাপে ভারতীয় দলকে খেলার অনুমতি দেয় কি না, সেটাই এখন দেখার। তবে এশিয়া কাপ নিয়ে জট কেটে সেপ্টেম্বরে দুবাইয়ে প্রতিযোগিতা আয়োজনের প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে।
Asia Cup | এশিয়া কাপ হয়তো সেপ্টেম্বরে!
ছবিঃ সংগৃহীত
শেষ আপডেট: