রায়গঞ্জ: মঙ্গলবার রাতে রায়গঞ্জের বারদুয়ারী হাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল একটি এশিয়ান পাম সিভিট ক্যাট। যেটাকে বাংলায় বলে গন্ধগোকুল। আবার এটি ভাম বিড়াল নামেও পরিচিত। এই বন্যপ্রাণীটিকে একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তি বিক্রি করার উদ্দেশ্যে এই লুপ্তপ্রায় প্রাণীটিকে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, খাঁচায় বন্দি অবস্থায় এই প্রাণীটিকে প্রথমে দেখতে পান স্থানীয় পশুপ্রেমি সংস্থার সদস্য ধীরাজ হালদার। তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি এই বন্যপ্রাণীটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরপর লোকটির কাছে তিনি জানতে চান, কেন খাঁচায় বন্দি করে প্রাণীটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তখন লোকটি জানায় সে ১২০০ টাকায় সেটিকে বিক্রি করবে। ধীরাজের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের কর্মীরা। বেগতিক দেখে খাচাবন্দি প্রাণীটিকে ফেলে রেখেই পালিয়ে যায় লোকটি। এরপর উদ্ধার করা গন্ধগোকুলটিকে। বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, এশিয়ান পাম সিভিট ক্যাট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় সিডিউল ২ এর অন্তর্ভুক্ত একটি প্রাণী। বনাঞ্চল কমে যাওয়ার কারণে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে।