উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিমান দুর্ঘটনায় কি মৃত্যু হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের? রাডার থেকে তাঁর বিমান আচমকা অদৃশ্য হয়ে যাওয়ায় পর এমনই জল্পনা ছড়িয়েছে। যদিও সিরিয়া সরকারের তরফে এবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
রবিবার রাজধানী দামাস্কাসের দখল নেয় বিদ্রোহীরা। এর পর দামাস্কাস বিমানবন্দর থেকে আসাদকে নিয়ে অন্যত্র যাত্রা করে উড়ান। আইএল-৭৬টি বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ পর হোমস শহরের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হোমসে বিদ্রোহীদের ছোড়া গুলি বা ক্ষেপণাস্ত্র লেগে আসাদের বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কোনও কিছুই এখনও স্পষ্ট নয়। রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে কয়েক মিনিটের মধ্যে ৩,৬৫০ মিটার থেকে ১,০৭০ মিটার উচ্চতায় নেমে এসেছিল বিমানটি। সিরিয়া প্রশাসনের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছে, ‘এই দুর্ঘটনায় আসাদের নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’
এদিন বিদ্রোহীরা দামাস্কাস দখলের সঙ্গে সঙ্গেই সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান হয়। উচ্ছ্বসিত জনতা সরকারের পতন উদযাপন করতে রাস্তায় নেমে আসে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এদিন একটি ভিডিও সম্প্রচার করে। যেখানে বিদ্রোহী গোষ্ঠী জানায়, বাশার আল-আসাদকে তারা উৎখাত করতে পেরেছে। অন্যদিকে, পতন বুঝতে পেরে বিমানে চেপে অজানা গন্তব্যে পাড়ি দেন আসাদ। আর পালানোর পথে ঘটে বিপত্তি।