উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ (Karimganj) জেলার নাম বদলে দিল অসমের (Assam) হিমন্ত বিশ্বশর্মার সরকার। জেলার নতুন নাম হয়েছে ‘শ্রীভূমি’ (Sribhumi)। মঙ্গলবারই ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তা পোস্ট করে এই খবর জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্বশর্মা তাঁর পোস্টে জানিয়েছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদলে ‘শ্রীভূমি’ করা হচ্ছে। ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর এলাকা বলে ব্যাখ্যা করেছিলেন। আজ অসমের মন্ত্রীসভা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে পূরণ করেছে।’ অসমের মুখ্যমন্ত্রী একটি ছবিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, ‘শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি।’
Over a 100 years ago, Kabiguru Rabindranath Tagore had described modern day Karimganj District in Assam as ‘Sribhumi’- the land of Maa Lakshmi.
Today the #AssamCabinet has fulfilled this long standing demand of our people. pic.twitter.com/VSN8Bnyv8N
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 19, 2024
সম্প্রতি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম বদলে শ্রী বিজয় পুরম করার কথা ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা জানিয়েছিলেন, দেশের বুক থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মোছার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই লক্ষ্য পূরণেই এই পদক্ষেপ।