বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Silchar | ‘মহিলা চিকিৎসকরা রাতে বেরোবেন না’! শিলচর হাসপাতালের নির্দেশিকা ঘিরে নিন্দার ঝড়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সারা দেশজুড়ে চলছে ঘটনার প্রতিবাদ। এরই মাঝে অসমের (Assam) শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের (Silchar Medical College and Hospital) নির্দেশিকা ঘিরে উঠল নিন্দার ঝড়। ওই নির্দেশিকায় (Advisory) কতর্ব্যরত মহিলা চিকিৎসক এবং অন্যান্য মহিলা কর্মীদের রাতে একা বাইরে চলাফেরা করতে নিষেধ করা হয়েছিল। যদিও ক্ষোভের মুখে পড়ে বুধবার এই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডঃ ভাস্কর গুপ্তর স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছিল, ‘মহিলা চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মীরা যতটা সম্ভব রাতে একা চলাফেরা করা এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন না হলে রাতে হস্টেলের বাইরে যাবেন না বা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত করুন।’ এছাড়াও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা এড়ানো, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সবার সঙ্গে ভালো ব্যবহারের মতো একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছিল নির্দেশিকায়। কিন্তু নির্দেশিকা জারি করার পরই তীব্র অসন্তোষ প্রকাশ করেন চিকিৎসক থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়ারা। কর্তৃপক্ষের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তোলার পাশাপাশি হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদার করার দাবি তোলেন চিকিৎসকরা। শেষপর্যন্ত বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডঃ ভাস্কর গুপ্ত নির্দেশিকা প্রত্যাহারের কথা ঘোষণা করে বলেন, ‘আগে জারি করা নির্দেশিকা বাতিল করা হয়েছে। ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে শীঘ্রই এই বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করা হবে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Rajasthan | প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! মর্মান্তিক পরিণতি সোনাজয়ী পাওয়ারলিফটারের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০...

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi CM Oath Taking Ceremony | মুখ্যমন্ত্রী নির্বাচন আজ সন্ধ্যেয়, শপথগ্রহণের আমন্ত্রণপত্র বিলি শুরু দিল্লিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নয়া...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...