Monday, June 5, 2023
HomeBreaking Newsপথ দুর্ঘটনায় মৃত্যু অসমের ‘লেডি সিংহম’য়ের, চক্রান্তের অভিযোগ মায়ের, তদন্তে সিআইডি

পথ দুর্ঘটনায় মৃত্যু অসমের ‘লেডি সিংহম’য়ের, চক্রান্তের অভিযোগ মায়ের, তদন্তে সিআইডি

দিসপুর: গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অসমের ‘লেডি সিংহম’ জুনমণি রাভার। নগাঁও জেলার ঘটনা। অসমের ‘লেডি সিংহম’ হিসেবে পরিচিত সাব ইনস্পেক্টর জুন। একদিকে যেমন দাপুটে পুলিশ আধিকারিক হিসেবে জনপ্রিয় ছিলেন, তেমনই একাধিক বিতর্কও ছিল তাঁকে নিয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কালিয়াবোর মহকুমার জাখালাবান্ধা থানা এলাকার সারুভুগিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় জুনের গাড়ির। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে জুনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। তাঁর মায়ের দাবি, এই ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। ঘাতক কন্টেনার ট্রাকটিকে আটক করেছে পুলিশ। সেটি উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছে। চালক পলাতক। তদন্তকারীরা জানিয়েছেন, জুনমণির সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল না। কেন ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন নিজেই গাড়ি চালিয়ে আপার অসমে দিকে যাচ্ছিলেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments