উত্তরবঙ্গ

Assembly By-Election | এগিয়ে থেকেও চিন্তায় বিজেপি, মাদারিহাটে উপনির্বাচন নিয়ে প্রস্তুতি দুই শিবিরের

মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে মাদারিহাট বিধানসভায় ১২টি গ্রাম পঞ্চায়েতের ৬টিতে করে এগিয়ে বিজেপি ও তৃণমূল(TMC)। মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা এবার সাংসদ হয়েছেন। ফলে মাদারিহাট বিধানসভায় এবার উপনির্বাচন(Assembly By-Election) হবে। ভোটের ফল প্রকাশের পরই মাদারিহাটে উপনির্বাচন নিয়ে ছক কষতে শুরু করেছে পদ্ম ও ঘাসফুল দুই শিবিরই।

মাদারিহাট নিয়ে বিজেপি(BJP) যে চিন্তিত, তা প্রতিফলিত হয়েছে নয়া সাংসদ মনোজ টিগ্গার কথাতেই। তাঁর কথায়, ‘হয়তো মানুষকে আমরা ঠিকমতো বোঝাতে পারিনি। মানুষ কেন দূরে সরে গিয়েছেন তা জানতে আমরা ফের বাড়ি বাড়ি যাব।’

এদিকে, তৃণমূলের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পোর বক্তব্য, ‘বিজেপি সাংসদ, বিধায়ক কোনও কাজই করেননি। একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়িত করায় মাদারিহাটের মানুষ তৃণমূলে ঝুঁকেছেন। আসন্ন উপনির্বাচনে মাদারিহাটে বিজেপি ধুয়েমুছে যাবে।’

মাদারিহাট বিধানসভায় এবার ১১ হাজার ৬৩ ভোটে এগিয়ে বিজেপি। অথচ ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি ২৯ হাজার ৬৮৫ ভোটে এগিয়ে ছিল। মাদারিহাট বিধানসভার ১২টি গ্রাম পঞ্চায়েতের ফলাফলের নিরিখে বিজেপি ‌ও তৃণমূল সমান সমান জায়গায়। মাদারিহাট-বীরপাড়া ব্লকের ১০টি এবং বানারহাট ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে বিধানসভাতে। মাদারিহাট-বীরপাড়া ব্লকের ৬টিতে তৃণমূল এবং ৪টিতে বিজেপি এগিয়ে রয়েছে। বানারহাট ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েতেই এগিয়ে বিজেপি। তবে সমান সংখ্যক গ্রাম পঞ্চায়েতে এগিয়ে থাকলেও মাদারিহাটে মোট ভোটে পিছিয়ে তৃণমূল। কারণ, এগিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতগুলিতে বিজেপির মোট ভোট তৃণমূলের চেয়ে অনেকটাই বেশি। অথচ ৬টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এগিয়ে থাকলেও সেগুলির প্রত্যকটিতে তাঁদের জয়ের ব্যবধান অনেকটাই কম।

তৃণমূলের এগিয়ে থাকা পঞ্চায়েতগুলির মধ্যে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বান্দাপানি পঞ্চায়েতে ১৪৬৩, লঙ্কাপাড়ায় ২৫৪, হান্টাপাড়ায় ৯২৭, খয়েরবাড়িতে ১৭৭০, রাঙ্গালিবাজনায় ১৫৪১ এবং টোটোপাড়া বল্লালগুড়িতে ৪৬১ ভোটের ব্যবধান। অন্যদিকে, বীরপাড়া-১ পঞ্চায়েতে ৪৩২৪, বীরপাড়া-২ ১৩০৬, মাদারিহাটে ৩১৪৬, শিশুঝুমরায় ১৩১৬ ভোটে এগিয়ে বিজেপি। এছাড়াও বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ পঞ্চায়েতে ৩৫২৭ এবং বিন্নাগুড়িতে ৩৮৮৫ ভোটে এগিয়ে বিজেপি। ব্লক হিসেবে মাদারিহাট-বীরপাড়ায় বিজেপি তৃণমূলের চেয়ে সাড়ে তিন হাজারের কিছু ভোট বেশি পেয়েছে।

বিজেপিকে কিছুটা অক্সিজেন জুগিয়েছে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। মাদারিহাট-বীরপাড়া ব্লকে বীরপাড়া-১ ও মাদারিহাট গ্রাম পঞ্চায়েতে ভালো ফলাফল করেছে বিজেপি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Balurghat | বালুরঘাটে ফের বিকল শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

বালুরঘাট: ঘটা করে চালুর ১২ দিনের মধ্যে ফের বিকল হয়ে পড়ল বালুরঘাট পুরসভার খিদিরপুর শ্মশানের…

1 min ago

Digital Learning | নয়া প্রজন্মের হাতে ডিজিটাল লার্নিংয়ের দিশা

সৌভিক সেন ও অনিমেষ দত্ত, শিলিগুড়ি: ছেলে লেখাপড়ায় ভালো। পরিবারে অনেকেই চিকিৎসক। ছেলে মহম্মদ সরফরাজও…

20 mins ago

T20 World Cup 2024 | টি২০ বিশ্বকাপে আফগান রূপকথা, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে রশিদরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি২০ বিশ্বকাপে আফগান রূপকথা। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৮…

58 mins ago

Minor Rape | নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ! ছড়াল উত্তেজনা

শিলিগুড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। অভিযোগ, ১৪ বছরের…

13 hours ago

Ram Mandir | ৫ মাসেই শুরু সমস্যা, অযোধ্যায় রাম মন্দিরের ছাদ চুঁইয়ে পড়ছে জল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটো হয়ে গিয়েছে অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) ছাদ। আর সেই…

14 hours ago

Shah Rukh Khan | সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান! কোন ছবিতে দেখা যাব তাঁদের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়নতারার পর ফের দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান(Shah…

14 hours ago

This website uses cookies.