মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Khoribari | হেভিওয়েট বিজেপি নেতাদের ‘সঙ্গী’ জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার! শোরগোল খড়িবাড়িতে

শেষ আপডেট:

খড়িবাড়ি: খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের (Khoribari Rural Hospital) জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতি কাণ্ডে এবার নাম জড়াল পদ্ম নেতার! গ্রেপ্তার করা হল অভিযুক্ত বিজেপি নেতাকে (Arrest BJP Leader)। যিনি গত পঞ্চায়েত নির্বাচনে অধিকারী কেলাবাড়ি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্বাভাবিকভাবেই জালিয়াতি কাণ্ডে তাঁর নাম জড়াতেই শুরু হল রাজনৈতিক তর্জা।

ধৃত বিজেপি নেতার নাম কুন্দন কুমার দাস। তিনি অধিকারী কেলাবাড়ি এলাকার বাসিন্দা। বিজেপির সক্রিয় কর্মী হিসেবে তিনি গোটা এলাকায় পরিচিত। তবে দলীয় কাজের পাশাপাশি তিনি অধিকারী বাজারে একটি অনলাইন সার্ভিস সেন্টার চালাতেন। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে অধিকারী কেলাবাড়ি থেকে গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। নির্বাচনী প্রচারে বিজেপির নিশীথ প্রামানিক, বিধায়ক দুর্গা মুর্মু, মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাওয়ের সঙ্গেও তাঁকে দেখা যায়। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতির ঘটনায় পুলিশ হেফাজতে থাকা এই কাণ্ডের মূল পান্ডা পার্থ সাহাকে জেরা করে বেশকিছু নাম উঠে আসে পুলিশের হাতে। সেখানে অভিযুক্ত পার্থ সাহা জানান, বিজেপি প্রার্থী কুন্দন এজেন্ট হিসাবে কাজ করত। এরপর উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় কুন্দন কুমার দাসকে।

জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতি কাণ্ডের মূল পান্ডা পার্থ সাহা দার্জিলিং জেল তৃণমূল নেত্রী পপি সাহার ছেলে হওয়ায় ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছিল। এবার বিজেপির প্রার্থী তথা সক্রিয় কর্মী গ্রেপ্তার হওয়ায় পাল্টা সুর চড়াতে শুরু করেছে রাজ্যের শাসক দল। যদিও বিজেপির প্রাক্তন ন্যাশনাল কাউন্সিল মেম্বার গণেশ দেবনাথ স্বীকার করেন, ‘কুন্দন বিজেপির প্রার্থী ছিলেন বলে তদন্ত যেন না থেমে থাকে। নিরপেক্ষ তদন্ত হোক। আইন আইনের পথে চলুক।’

অন্যদিকে, তৃণমূলের (TMC) খড়িবাড়ি ব্লক সভাপতি কিশোরীমহন সিংহ বলেন, ‘তৃণমূলের নেত্রীর ছেলে গ্রেপ্তার হওয়ার পর বিজেপি নেতৃত্ব উঠেপড়ে সমালোচনা করে। এবার বিজেপির প্রার্থীই জালিয়াতিতে গ্রেপ্তার হলেন। তাকে বিজেপির বড়বড় নেতাদের সঙ্গেও দেখা গিয়েছে। কোনও দলই কাউকে জালিয়াতির জন্য অনুমতি দেয় না। এটাই বিজেপি ভুলে গিয়েছে। পুলিশের তদন্তে আমি ভীষণ খুশি।’

এদিকে মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায় খড়িবাড়ি থানার পুলিশ (Khoribari Police Station)। আবার জালিয়াতি কাণ্ডে খড়িবাড়ি পুলিশ হেপাজতে থাকা নকশালবাড়ির বিডিও অফিসের বিএসকে কর্মী নবজিৎ গুহ নিয়োগীকেও এদিন আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bolla Kali | চারদিনের মেলার সমাপ্তি, বিষাদভরা চোখে দেবীর বিসর্জন 

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: চারদিনের উৎসব, ভক্তি ও আনন্দের সমাপ্তি...

Cooch Behar | মেলা ঘিরে রাস্তায় ভিড়, অচল শহর

কোচবিহার: রাসমেলায় ঘুরতে যাবেন বলে সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন...

Dinhata | ভরসা নাজিরহাট কিংবা দিনহাটা, তিন বছর তালাবন্ধ উপস্বাস্থ্যকেন্দ্র    

দিনহাটা: দিনহাটা-২ ব্লকের পশ্চিম মশালডাঙ্গায় প্রায় তিন বছর ধরে...

Dinhata | রেডক্রস সোসাইটি এখন পুরসভার গ্যারাজ

দিনহাটা: নয়ের দশকে দিনহাটা মহকুমায় শুরু হওয়া রেডক্রস সোসাইটির...