উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টির মধ্যেই বহুতল ভেঙে (Building Collapses) পড়ে প্রাণ হারালেন অন্তত ১০ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫ জনকে। বৃষ্টির মধ্যেই জোরকদমে চলছে উদ্ধারকাজ।
জানা গিয়েছে, শনিবার মিরাটের (Meerut) জাকির কলোনিতে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (SDRF)। মৃত ১০ জনের মধ্যে ৪ জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। জেলাশাসক দীপক মীনা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি (Heavy rain) হচ্ছে উত্তরপ্রদেশে। এদিকে প্রায় ৩৫ বছরের পুরোনো বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের প্রাথমিক অনুমান, ভারী বৃষ্টির কারণেই তিনতলা বাড়িটি ধসে পড়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।