উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজায় ফের হামলা ইজরায়েলি সেনার (Israel-Hamas)। সোমবার গাজার খান ইউনিস এলাকায় (Khan Younis) হামলা চালায় ইজরায়েলি ট্যাংক। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭০ প্যালেস্তিনীয়র (Palestinians)। আহত হয়েছেন অন্তত ২০০ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে খবর।
গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কিছু এলাকা থেকে ট্যাংক (Tank) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইজরায়েলকে। তা সত্ত্বেও ইজরায়েল ফের খান ইউনিস এলাকায় ট্যাংকগুলিকে ফেরত পাঠায়। সেখান থেকে দুই কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে বানি সুহেইলার (Bani Suhaila) দিকে এগিয়ে যায় ট্যাংকগুলি। লাগাতার গোলাবর্ষণ চলে গোটা পথজুড়ে। সেইসময় ভয়ে পালাতে গিয়েই বাসিন্দাদের মধ্যে কারও গুলি লেগে মৃত্যু হয়েছে আবার কেউ আহত হয়েছেন। তাতেই অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
এদিকে ইজরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, খান ইউনিসের ওই এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ গোয়েন্দা সূত্রে খবর, ওই এলাকা থেকে গত কয়েকদিন ধরে ক্রমাগত ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। মনে করা হচ্ছে সেখানে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে হামাস। তার পালটা জবাব দিতেই খান ইউনিসের অন্তত ৩০টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। এরপরই হামাসকে নির্মূল করতে পালটা হামলা চালানো শুরু করে ইজরায়েল। সেই থেকে গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত। এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৯ হাজার প্যালেস্তিনীয়। তবে কিছুদিন আগেই গাজায় যুদ্ধ থামাতে কাতার এবং মিশরের নেতৃত্বে একদফা বৈঠকে হয়েছে। আমেরিকার মধ্যস্থতায় এই আলোচনায় প্রতিনিধি পাঠিয়েছিল ইজরায়েল ও হামাস। কিন্তু সেই যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ শর্তাবলী নিয়ে মতবিরোধ হয়েছিল দুই পক্ষের মধ্যে। দুই পক্ষই এই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করেছে।