কলকাতা: আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। প্রতিদিনই আন্দোলনের তীব্রতা বাড়ছে। তারই মধ্যে বুধবার মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে ও আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে রাত দখলের ডাক দেওয়া হয় মহিলাদের তরফে। যেই কর্মসূচিতে সাড়া দেন রাজ্য-দেশের গন্ডি ছাড়িয়ে প্রবাসীরাও। এরই মধ্যে রাত দখলের কর্মসূচি চলাকালীন আরজি কর হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন মঞ্চ ও এমার্জেন্সির তিন তলায় ইএনটি বিভাগে হামলা চালায় একদল দুষ্কৃতী।
এদিন হামলার ঘটনার প্রতিবাদে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন চিকিৎসক ও ছাত্রদের একাংশ। ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে আরও একদল চিকিৎসক ও পড়ুয়ারা মেডিকেল কলেজ থেকে মিছিল করে আরজি কর হাসপাতালে আসেন। আজ রাতেও শ্যামবাজার ৫ মাথার মোড়ে জমায়েতের কর্মসূচি রয়েছে।
ছাত্রছাত্রীরাই এদিন জানিয়েছেন তাঁরাও রাত দখলের আন্দোলনে অংশ গ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। ঠিক সেই সময়ই একদল মানুষ যাবতীয় ব্যারিকেড ভেঙে ধর্না মঞ্চে হামলা চালায়। মূহূর্তে তছনছ করে দেওয়া হয় আন্দোলন মঞ্চ। তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এমার্জেন্সি। প্রায় ৪০ মিনিট ধরে হামলা চলে। গোটা ঘটনায় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করে। আন্দোলনকারী চিকিৎসকদের সন্দেহ, হামলাকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল বলে চিহ্নিত চার তলার সেমিনার হল বলে ভুল করে তিন তলার ইএনটি বিভাগে হামলা চালিয়ে চলে যায়। হাসপাতালের অন্যত্র তাঁরা কোনও ক্ষতি করেনি। ফলে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছিল বলে মনে করছেন আন্দোলনকারীরা।