Friday, September 20, 2024
HomeBreaking NewsR G Kar Hospital | সেমিনার হল ভেবে তিন তলায় ইএনটি বিভাগে...

R G Kar Hospital | সেমিনার হল ভেবে তিন তলায় ইএনটি বিভাগে হামলা! সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছেন আন্দোলনকারীরা

কলকাতা: আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। প্রতিদিনই আন্দোলনের তীব্রতা বাড়ছে। তারই মধ্যে বুধবার মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে ও আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে রাত দখলের ডাক দেওয়া হয় মহিলাদের তরফে। যেই কর্মসূচিতে সাড়া দেন রাজ্য-দেশের গন্ডি ছাড়িয়ে প্রবাসীরাও। এরই মধ্যে রাত দখলের কর্মসূচি চলাকালীন আরজি কর হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন মঞ্চ ও এমার্জেন্সির তিন তলায় ইএনটি বিভাগে হামলা চালায় একদল দুষ্কৃতী।

এদিন হামলার ঘটনার প্রতিবাদে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন চিকিৎসক ও ছাত্রদের একাংশ। ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে আরও একদল চিকিৎসক ও পড়ুয়ারা মেডিকেল কলেজ থেকে মিছিল করে আরজি কর হাসপাতালে আসেন। আজ রাতেও শ্যামবাজার ৫ মাথার মোড়ে জমায়েতের কর্মসূচি রয়েছে।

ছাত্রছাত্রীরাই এদিন জানিয়েছেন তাঁরাও রাত দখলের আন্দোলনে অংশ গ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। ঠিক সেই সময়ই একদল মানুষ যাবতীয় ব্যারিকেড ভেঙে ধর্না মঞ্চে হামলা চালায়। মূহূর্তে তছনছ করে দেওয়া হয় আন্দোলন মঞ্চ। তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এমার্জেন্সি। প্রায় ৪০ মিনিট ধরে হামলা চলে। গোটা ঘটনায় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করে। আন্দোলনকারী চিকিৎসকদের সন্দেহ, হামলাকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল বলে চিহ্নিত চার তলার সেমিনার হল বলে ভুল করে তিন তলার ইএনটি বিভাগে হামলা চালিয়ে চলে যায়। হাসপাতালের অন্যত্র তাঁরা কোনও ক্ষতি করেনি। ফলে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছিল বলে মনে করছেন আন্দোলনকারীরা।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Nabanna | প্যানিক বাটন থেকে হেল্পলাইন, ডাক্তারদের নিরাপত্তায় দশ দফা নির্দেশিকা নবান্নের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৪১ দিন পার হয়ে গিয়েছে আন্দোলনের। অবশেষে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ...

Munsyari | বরফে ঢাকা গুহায় আটকে ছিলেন তিনদিন,ভারত-চিন সীমান্ত থেকে জীবিত অবস্থায় উদ্ধার ভারতীয়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটি নির্দিষ্ট সময়কাল নিয়েই বোধহয় সবাই আসে এই ধরাধামে। ছেড়ে যাওয়ার সময় এলে যেমন আটকানোর উপায় নেই, আবার সময়ের আগে...

Darjeeling | নিরাপত্তা সুনিশ্চিত করতে দার্জিলিং হাসপাতালে ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু করল জিটিএ

0
দার্জিলিং: জেলা হাসপাতালে রাতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরুষ কর্মীদের ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। মদ্যপ অবস্থায় হাসপাতালের কোনও কর্মী...

Junior Doctors | স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠছে অবস্থান, ইমার্জেন্সিতেও কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত জুনিয়ার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা ৪১ দিন পর নমনীয় হলেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। আগামীকাল স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠে যাচ্ছে অবস্থান বিক্ষোভ। এমনকি স্বাস্থ্যভবনের সামনে...

Siliguri | বুদ্ধদেব-ইয়েচুরির স্মরণসভা করল সিপিএম, গুরুত্ব পেল আরজি কর প্রসঙ্গ

0
সানি সরকার, শিলিগুড়ি: কারও হাতে রজনীগন্ধা, কারও হাতে লাল গোলাপ। একে একে সকলে এগিয়ে চলেছেন, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এবং...

Most Popular