Breaking News

Attack on ED | ইডির ওপর হামলা বরদাস্ত নয়, আক্রান্তদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে মন্তব্য রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে র‍্যাশন দুর্নীতি(Ration scam) মামলায় সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেখানেই তৃণমূলি গুন্ডাদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ আক্রান্ত ইডি (ED) আধিকারিকদের দেখতে বিধাননগরের বেসরকারি হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(C V Ananda Bose)। সেখানে কথা বলেন আক্রান্ত ইডির সহ অধিকর্তা রাজকুমার সাউয়ের সঙ্গে। আক্রান্তদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল।

এদিনের ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ রাজ্যপাল। হাসপাতাল থেকে বেরিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল বোস। এদিন তিনি বলেন, ‘এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। যা হয়েছে, তাতে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলা আক্রান্ত হয়েছে। গণতন্ত্র আক্রান্ত হয়েছে। কোনও মূল্যেই এটিকে বরদাস্ত করা যায় না। এই পচন আমরা থামাবই। দেশের সংবিধান আছে। আইন ব্যবস্থা আছে। এই ধরনের ঘটনা যাতে বাংলায় না চলে, তা নিশ্চিত করতে আমরা সবরকম পদক্ষেপ করব।’

এদিন তিনি আক্রান্ত ইডি আধিকারিকদের ‘ব্রেভ হার্ট’ বলেও সম্বোধন করেন। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “তাঁরা আইন-শৃঙ্খলার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আমরা তাঁদের কাছে ঋণী। বাংলার মানুষকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, তাঁরা যে ত্যাগ করছেন, তা মনে থাকবে।”

এদিকে বিধাননগরের বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলি আক্রান্ত রাজকুমারের মাথায় ৬টি সেলাই পড়েছে। গুয়াহাটির এই আধিকারিককে রেশন দুর্নীতির তদন্তের জন্য কলকাতায় পাঠিয়েছিল ইডির সদর দপ্তর। রাজকুমারের আঘাতের গুরুত্ব বুঝে তাঁকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা করছেন তাঁরা। যার ফলে এইডিইউ(HDU)তে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই ইডি আধিকারিককে। এছাড়া আরও ২ ইডি আধিকারিকের মাথা ফেটেছে। তাঁদের ক্ষতেও এক বা একাধিক সেলাই করতে হয়েছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

53 mins ago

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

11 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

12 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

13 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

13 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

13 hours ago

This website uses cookies.