Monday, December 4, 2023
HomeTop Newsচেয়ার নিয়ে পরস্পরকে আক্রমণ, মহিষাদলে রণক্ষেত্র সমবায় সমিতির সভা

চেয়ার নিয়ে পরস্পরকে আক্রমণ, মহিষাদলে রণক্ষেত্র সমবায় সমিতির সভা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঞ্চে উপস্থিত তৃনমূল বিধায়ক।বিধায়কের সামনেই বেধড়ক মার বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানকে।তাঁকে মারার কারণ, তিনি মুখ খুলেছিলেন সমবায় দুর্নীতি নিয়ে।ঘটনায় তুমুল উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে।পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী।

জানা গেছে, তৃনমূল কংগ্রেসের বিধায়ক, সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাসও। অনুষ্ঠান চলাকালীন তিনি সমবায় দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ তোলেন।ওই প্রশ্ন তোলার পরপরই বাকবিতন্ডা, উত্তেজনা তৈরি হয়ে যায় দু’পক্ষের মধ্যে। ক্রমশ তা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূল কংগ্রেস কর্মীরা। একে অপরের পিঠে চেয়ার ভাঙতে থাকেন। ভাঙচুর করা হয় মঞ্চও। খবর পেয়ে পাশাপাশি থানা থেকেও ছুটে আসে পুলিশ।হলদিয়া-কেশবপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়।পরে কমব্যাট ফোর্স আসলে ঘটনাস্থল ছেড়ে পালায় লোকজন।

অন্যদিকে,তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে বিজেপি প্রধান ও তাঁর সমর্থকের উপরেই।পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বিধায়ককে ডেকে এনে পঞ্চায়েত প্রধানকে মার খাওয়ানো হল।এই বিষয়ে অভিযোগ দায়ের করা হবে থানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments