উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিদেশের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির করা একটি মন্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তাল ভারতের রাজনীতি। চিলির (Chile) একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া তাঁর বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তবে এযাত্রায় কংগ্রেস নেতা দেশের জাতিভেদ প্রথা এবং শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বললেও, বিজেপির সবচেয়ে বেশি ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে তাঁর এই অভিযোগ যে, ‘ভারতে স্বাধীন চিন্তাভাবনা মারাত্মকভাবে আক্রান্ত।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে, বিজেপি তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেছে যে, রাহুল গান্ধি ফের বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, এদিন ইউনিভার্সিটি অফ চিলির ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায়, ভারতীয় শিক্ষাব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ নিতে চান, এমন প্রশ্নের উত্তরে এক পড়ুয়াকে উদ্ধৃত রাহুল গান্ধি বলেন, “অমৃতার মধ্যে যে কৌতূহল রয়েছে, আমি ভারতের শিক্ষাব্যবস্থায় তা রক্ষা করতে চাই। নিশ্চিত করতে চাই যে, সে যেন কোনও রকম বাধা ছাড়াই প্রশ্ন করতে পারে, বিষয় উত্থাপন করতে পারে এবং মুক্তভাবে চিন্তা করতে পারে। এটাই হবে মূল ভাবনা।” এরপরেই তিনি বলেন, “ভারতে মুক্তচিন্তা, উন্মুক্ত থাকার ধারণা, বৈজ্ঞানিক হওয়া এবং যৌক্তিক হওয়ার ধারণাটি বর্তমানে মারাত্মকভাবে আক্রমণের মুখে রয়েছে।”
দেশের সামাজিক কাঠামো নিয়ে কথা বলার সময় রাহুল গান্ধি জানান, ভারতের সমাজ ব্যবস্থা উচ্চবর্ণের দ্বারা প্রভাবিত, যেখানে প্রায় ৯০ শতাংশ জনসংখ্যা মধ্য ও নিম্ন বর্ণের। তাঁর অভিযোগ, “তাঁদের ইতিহাস, ঐতিহ্য এবং চিন্তাভাবনাকে শিক্ষাব্যবস্থায় জায়গা দেওয়া হয়নি। আমাদের শিক্ষাব্যবস্থা উচ্চবর্ণের জন্য।” তিনি আরও বলেন, “গত দশ বছরে ভারতের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈজ্ঞানিক চেতনা ধ্বংস করা হয়েছে, কারণ বর্তমান সরকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী নয়। এটিকে সংশোধন করতে হবে এবং আমি তা করতে চাই।”
রাহুল গান্ধির এই মন্তব্যের পরই বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) তাঁকে কড়া ভাষায় আক্রমণ শানান। তিনি রাহুল গান্ধিকে ‘প্রচার ও ভণ্ডামির নেতা’ বলে অভিহিত করেন। পুনাওয়ালা বলেন, “বিদেশে গিয়ে ভারতের সাংবিধানিক কাঠামো, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতের বিচারব্যবস্থা এবং ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “রাহুল গান্ধি বলছেন যে, তিনি ভারতীয় রাষ্ট্রের (Indian state) বিরুদ্ধে লড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে এখন তিনি ভারতের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন। তিনি বলছেন মুক্তচিন্তার কোনও স্থান নেই, যা আপনার নিজের দলেই হয়। কেউ যদি রাহুল গান্ধির বিরুদ্ধে কথা বলে, তার কী হয়? শশী থারুরের দিকে তাকান।”

