সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Jalpaiguri | জলপাইগুড়িতে এটিএম লুটের চেষ্টা! মুম্বই থেকে ফোন পেয়ে ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ

শেষ আপডেট:

জলপাইগুড়ি: আবারও এটিএম লুটের চেষ্টা জলপাইগুড়িতে। এবার অবশ্য অপারেশন শেষ করার আগেই পুলিশ গ্রেপ্তার করেছে দুষ্কৃতীদলকে। শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত রানীনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন চেওড়াপাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে ঢোকে জনাকয়েক দুষ্কৃতী। মেশিনের সামনের অংশ খুলে টাকা রাখার জায়গা ভাঙ্গার চেষ্টা করতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। ফলে ওই এটিএম থেকে কোন টাকা খোয়া যায়নি বলে দাবি পুলিশের। এদিনের ঘটনায় পুলিশ কৌশিক মুখোপাধ্যায় এবং প্রতীক সরকার নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা দু’জনেই রানীনগর চেওড়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ একটি বাইক এবং একটি এলপিজি গ্যাস সিলিন্ডারও বাজেয়াপ্ত করেছে। এদিনের ঘটনায় ধৃতদের সঙ্গে ময়নাগুড়ির বৌলবাড়ি এবং শিলিগুড়ি প্রধাননগর থানার এটিএম লুটের ঘটনার কোন যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

জানা গেছে, মুম্বইয়ের সংশ্লিষ্ট এটিএমের সিসিটিভি কন্ট্রোলরুম থেকে জলপাইগুড়ি পুলিশ কন্ট্রোল রুমে একটা ফোন আসে। পুলিশকে জানানো হয় রানীনগর চেওড়াপাড়া এলাকার একটি এটিএমে মেশিন ভাঙার চেষ্টা করছে দু’জন। কন্ট্রোলরুম থেকে দ্রুত কোতয়ালি থানা এবং ঘটনাস্থল থেকে সব থেকে কাছে থাকা মোবাইল পেট্রোলিং ভ্যানকে বিষয়টি জানানো হয়। সেই সময় আসামমোড় এলাকায় মোবাইল পেট্রোলিংয়ের দায়িত্বে ছিলেন এএসআই মণিরাম রায়। খবর পাওয়া মাত্র মিনিট পাঁচেকের মধ্যে ঘটনা স্থলে পৌছে যান তিনি। একই সঙ্গে রাতে শহরের টহলাদারির দায়িত্বে থাকা এএসআই বিশাল ছেত্রীও ঘটনাস্থলে পৌছান। দ্রুত পুলিশ হানা দিয়ে দু’জনকে গ্রেপ্তার করে।

Share post:

Popular

More like this
Related

Malda Fazli mangoes | বিদেশের বাজারে বাড়ছে চাহিদা, লন্ডনে পাড়ি দিচ্ছে মালদার ফজলি আম

হরষিত সিংহ, মালদা: বিদেশের বাজারে চাহিদা বাড়ছে মালদার ‘ফজলি’...

Kushmandi | ছাত্রী সংখ্যা ৩৩, কুশমণ্ডি গার্লস বন্ধের আশঙ্কা

সৌরভ রায়, কুশমণ্ডি: স্কুলে স্থায়ী শিক্ষিকা মাত্র এক। ছাত্রী...

Manikchak | ‘আব্বু কি আর বাড়ি আসবে না’, প্রশ্ন মৃত কালামের চার বছরের ছোট্ট ছেলের  

আজাদ, মানিকচক: আব্বু কি আর বাড়ি আসবে না? সাংবাদিককে...

Samsi | একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দলবদল, তৃণমূলে যোগ দিলেন ২ কংগ্রেস নেতা

সামসী: একুশে জুলাইয়ের আগেই তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দুই...