মালবাজার: মাত্র ১ মাসের কোলের বাচ্চাকে বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়লেন এক দম্পতি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজারের টাউন স্টেশন এলাকায়। বাচ্চা সহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায় মালবাজার থানার পুলিশ। পুলিশের কাছে ধৃতরা নিজেদের দম্পতি বলে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাল শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইনে বাচ্চা কোলে কারোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেবপাড়া চা বাগানের বাসিন্দা রাজেশ মিশ্র ও অনিতা ওরাওঁ মিশ্রকে। কিছুক্ষণ পরে সেখানে শিশুটিকে কিনতে আসেন এক যুবক। দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলতে থাকে। রাজেশ মদ্যপ অবস্থায় থাকায় উচ্চস্বরে কথা বলতে শুরু করেন ক্রেতার সঙ্গে। বেগতিক দেখে শিশুটিকে না কিনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই ব্যক্তি।
শিশুটি বিক্রি না হওয়ায় দম্পতি এলাকার বাসিন্দাদের দুয়ারে দুয়ারে গিয়ে শিশুটিকে বিক্রি করার প্রস্তাব দেন বলে অভিযোগ। এরপরে স্থানীয়রা একত্রিত হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। শিশু সহ আশ্রয় নেন মাল টাউন স্টেশনে। সেখানে ঘিরে ধরেন স্থানীয়রা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে রাজেশ ও অনিতা নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন। দুজনের কথা বার্তায় গড়মিল থাকায় খবর দেওয়া হয় মালবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শিশু বিক্রির চেষ্টার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অনিতা। তিনি জানিয়েছেন, বাচ্চাটিকে ডাক্তার দেখানোর জন্যই তিনি এসেছিলেন মালবাজারে। তবে কেন রাজা চা বাগানের পাকা লাইনে গিয়েছিলেন, তার সদুত্তর মেলেনি। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।